নদীয়া: এসআইআর (SIR) আবহে ফের তুঙ্গে উঠেছে নদীয়ার (Nadia) রাজনৈতিক তরজা। নির্বাচন কমিশনের বৈঠকের পর নতুন করে শুরু হয়েছে তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) বাকযুদ্ধ (District News)।
রানাঘাটের সাংসদকে কটাক্ষ করেছেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তিনি বলেন, “নির্বাচন সামনে এলেই সাংসদরা সক্রিয় হন, কিন্তু সাধারণ মানুষের পাশে তাঁদের দেখা যায় না।”
আরও পড়ুন: শান্তিপুরের বিধায়কের উদ্যোগে তৈরি হচ্ছে জেলার প্রথম প্লাস্টিক নির্মিত রাস্তা
পাল্টা জবাবে রানাঘাটের সাংসদ (বিজেপি) কটাক্ষ করে বলেন, “তৃণমূলের বিধায়করা নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্যের নামে দোষ চাপাচ্ছেন। উন্নয়ন নয়, রাজনৈতিক প্রচারে তাঁদের আগ্রহ বেশি।”
নির্বাচন কমিশনের বৈঠকের পর থেকেই দুই পক্ষের এই মন্তব্যে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। জেলা রাজনীতিতে তৃণমূল-বিজেপির দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এল।
দেখুন আরও খবর: