Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeকালো গাউনে হট পোজ বোল্ড সানি

কালো গাউনে হট পোজ বোল্ড সানি

কলকাতা: সানি লিওন এই নাম শুনলে পুরুষদের হার্টবিট বেড়ে যায়। এবার কালো গাউনে বোল্ড অবতারে ধরা দিলেন সানি লিওন (Sunny Leone)। ছবিতে আত্মবিশ্বাসী এবং লাস্যময়ী ভঙ্গিতে দেখা যায় তাঁকে। সানি লিওন গ্ল্যামারাস ফিগারের জন্য প্রায় সময়েই খবরের শিরোনামে থাকেন। অভিনেত্রীর মেদহীন মাখন শরীরী আবেদন, সঙ্গে কিলার এক্সপ্রেশনে ঝড় তোলেন পুরুষ অনুরাগীদের হৃদয়ে। অভিনেত্রীর ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু আগাুন ঝড়ানো ছবি পোস্ট করেছেন।

কোমরে হাত রেখে পোজ দিয়েছেন, তো কোনও ছবিতে পাগল করা এক্সপ্রেশন দিয়েছেন। তার দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে অনুগামীদের। ছবিতে সানিকে দেখা গেছে কালো ফুল-স্লিভ ম্যাক্সি-স্টাইলের গাউনে। উঁচু পনিটেল এবং সিলভার নেকলেস পরা। কালো ড্রেসে আরও আকর্ষণী সানি। পোশাকটি তার টোনড ফ্রেমকে আচ্ছন্ন করে রেখেছিল, চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। কোনও ভারী স্টাইলিং নয়, কেবল একটি কিলার এক্সপ্রেশন চেহারা যা অনেক কিছু বলে দেয়।

আরও পড়ুন: আবার ঝড় উঠবে কপিলের শোয়ে, কারণ জানলে চমকে উঠবেন

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

অন্য খবর দেখুন

Read More

Latest News