Sunday, October 5, 2025
spot_img
Homeরাজ্যসভার সতর্কীকরণ, বিচারপতি যাদবের বিরুদ্ধে তদন্ত বাতিল করল সুপ্রিম কোর্ট

রাজ্যসভার সতর্কীকরণ, বিচারপতি যাদবের বিরুদ্ধে তদন্ত বাতিল করল সুপ্রিম কোর্ট

ওয়েবডেস্ক- রাজ্যসভার সতর্কীকরণের (Rajya Sabha Warning) পর এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) বিচারপতি শেখর কুমার যাদবের (Justice Shekhar Kumar Yadav) বিরুদ্ধে তদন্ত বাতিল করল সুপ্রিম কোর্ট (Supreme Court) । গত বছর ভিএইচপির একটি অনুষ্ঠানে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বিতর্কিত বক্তব্যের বিষয়ে সুপ্রিম কোর্ট অভ্যন্তরীণ তদন্ত শুরু করার প্রস্তুতি নিচ্ছিল।

এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির একটি  প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি  সঞ্জীব খান্না বিচারপতির আচরণ যাচাই-বাছাইয়ের প্রয়োজন কিনা তা মূল্যায়নের জন্য প্রক্রিয়াটি শুরু করেছিলেন।

মার্চ মাসে রাজ্যসভা সচিবালয়ের চিঠিতে বলা হয়েছিল যে এই ধরনের যেকোনও কার্যক্রমের সাংবিধানিক আদেশ কেবল রাজ্যসভার চেয়ারম্যান, আইনসভা এবং রাষ্ট্রপতির উপর ন্যস্ত। এরপরই সুপ্রিম কোর্ট পদক্ষেপটি স্থগিত রাখে।

আরও পড়ুন- ২০২৬-এ বাংলা আর তামিলনাড়ুতে সরকার হবে বিজেপির, ফের আস্ফালন অমিত শাহের

বিচারপতি যাদব  ৮ ডিসেম্বর, ২০২৪ সালে প্রয়াগরাজে ভিএইচপির অনুষ্ঠানে মন্তব্য করেন ধর্মনিরপেক্ষতা এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে। বিচারপতির নীতি লঙ্ঘনের জন্য সমালোচনার মুখে পড়েন।

বিচারপতি যাদব মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে এবং সংখ্যাগরিষ্ঠতার বিষয়গুলিকে উস্কে দিয়ে একাধিক উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন।

প্রসঙ্গত, বিচারপতি যাদবের উস্কানিমূলক বিষয় নিয়ে কথা বলার ভিডিয়োগুলি সোশ্যাম মিডিয়ায় বহুল প্রচারিত হয়। যার ফলে বিরোধী মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিরোধী নেতারা বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে বিচারপতির উপস্থিতি ও তার বিবৃতিগুলিকে বিদ্বেষমূলক বক্তব্য বলে অভিহিত করেন।  এর আগেও বিচারপতি যাদবের গোহত্যা সংক্রান্ত একটি মামলায় বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা দেশজুড়ে শোরগোল ফেলে দেয়।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News