কলকাতা: বিবাদী বাগে (BBD Bagh) ফের উত্তেজনার ঘটনা। মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে তৃণমূলপন্থী (TMC) BLO (Booth Level Officer) অধিকার রক্ষা কমিটির বিক্ষোভ ঘিরে দফায় দফায় অশান্তির সৃষ্টি হয়। বিভিন্ন দাবি নিয়ে তারা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি টানটান হয়ে ওঠে। বিক্ষোভকারীদের মিছিল দফতরের প্রধান ফটকের দিকে এগোতেই পুলিশ ব্যারিকেড করে পথ আটকায়। সেই ব্যারিকেড ভেঙে CEO দফতরে ঢোকার চেষ্টা করতেই উত্তেজনা আরও চড়ে।
পুলিশ বিক্ষোভকারীদের আটকে রাখার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা বেঁধে যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, BLO–দের দীর্ঘদিনের সমস্যা ও নিরাপত্তা সঙ্কট সমাধানে নির্বাচন কমিশন কোনোরকম উদ্যোগ নিচ্ছে না। তাঁদের কাজের পরিবেশ, নিরাপত্তা ও বেতন কাঠামু–সংক্রান্ত দাবি নিয়েই এই আন্দোলন।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাড়ছে নিরাপত্তা, অগ্রগতির রিপোর্ট চাইল হাইকোর্ট
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)
দেখুন আরও খবর:







