Thursday, December 4, 2025
HomeScrollআজ ২০২৫ এর শেষ পূর্ণিমা, ভাগ্য সাথ দেবে এই পাঁচ রাশির
Astrolgy

আজ ২০২৫ এর শেষ পূর্ণিমা, ভাগ্য সাথ দেবে এই পাঁচ রাশির

বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, একাধিক শুভ যোগ তৈরি হবে

আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার। আজ যেহেতু বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর কৃপা থাকবে এই রাশির জাতক-জাতিকাদের (Zodiac Sign) উপর। অপরদিকে আজ চন্দ্র আর বৃষ রাশি বিরাজ করবে, সূর্য বিরাজ করবে বৃশ্চিক রাশিতে।  আজ কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রের প্রভাব পড়বে গোটা দিনটির উপর। আজ পূর্ণিমা তিথি, এই বিশেষ দিনটিতে শিব এবং সিদ্ধ যোগ বিরাজ করছে। এদিন রয়েছে পূর্ণিমা তিনি, যা দত্তাত্রেয় জয়ন্তী নামে পরিচিত। কর্কট রাশিতে বৃহস্পতি হংস যোগ তৈরি করবে। চাঁদে শুক্রের দৃষ্টি দিনটিকে আরও শুভ করে তুলবে।

 

মেষ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ। আর্থিক ক্ষেত্রে আপনি লাভবান হবেন। ভাগ্য আপনার সঙ্গ দেবে। ব্যবসায় আপনি নতুন কিছু শুরু করতে পারেন। চাকুরিজীবীদের জন্য সুখবর অপেক্ষা করছে। অপ্রত্যাশিত লাভ আসবে জীবনে। জীবনে চলার পথ অনেক সহজ হবে।

বৃষ রাশি- চন্দ্রের গোচর আপনার জীবনে শুভ ফল দেবে। ব্যবসায়িক জীবনে উন্নতি। চাকুরীজীবীদের প্রত্যাশা মতো আয় বাড়বে। সম্পত্তি ক্রয় করতে পারবেন। বিদেশে যাত্রার শুভ যোগ তৈরি হবে। ভাগ্য আপনার জীবনে দীর্ঘস্থায়ী সুখ নিয়ে আসবে। নতুন কোনও প্রেম আসতে পারে। যাদের বিবাহের আলোচনা চলছে সেটি ফলপ্রসূ হবে।

আরও পড়ুন- ডিসেম্বরেই ৫ বার বুধের গতি পরিবর্তন, কেরিয়ারে চমক এই জাতকদের

কর্কট রাশি- ভাগ্য আপনার সাথ দেবে। ভাগ্য ও শিক্ষাক্ষেত্র দুটিই আপনার জন্য অনুকূল। জাতক-জাতিকাদের জন্য দিনটি শুভ। মানুষের জন্য আপনি সব সময় তাদের পাশে থাকবে। পারিবারিক জীবন সুখের হবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্যের উন্নতি। কোনও দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি। আর্থিক দিক শুভ। আপনার কোনও পূর্ব পরিচিতের সঙ্গে দেখা হতে পারে।
কন্যা রাশি- জীবন আত্মবিশ্বাসে ভরে উঠবে। কর্মক্ষেত্রে আপনি আপনার পরিকল্পনার এই রাশির জাতক-জাতিকাদের জন্য সুখের সময় বয়ে নিয়ে আসবে। বিশেষ করে পড়াশোনায় মনোযোগ বাড়বে শিক্ষার্থীদের। যারা চাকরি খুঁজছেন তারা একটি লাভজনক সুযোগ পেতে পারেন। যে কাজেই হাত দেবেন, সেখানেই পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। পরিবেশ ইতিবাচক।

বৃশ্চিক রাশি- জীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে। ভাগ্য আপনার অনুকূলের থাকবে। যারা এই সময়ে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। জীবনের আশা আকাঙ্খা সব পূরণ হবে।  আপনি বন্ধুবান্ধব এবং সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবেন। আপনার কর্মক্ষেত্রে ভ্রমণ সফল হবে। জীবনে বিলাসিতা আসবে। প্রেমে হারিয়ে যাওয়া মাদকতা ফিরবে। অবিবাহিতদের বিয়ের যোগ শুরু হবে, এই বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

 

Read More

Latest News