Tuesday, November 25, 2025
HomeScrollআঙুলে নেই আংটি, ভাঙনের গুজব ভ্যান্স পরিবারে!
US Vice President JD Vance to accompany wife Usha on Greenland trip

আঙুলে নেই আংটি, ভাঙনের গুজব ভ্যান্স পরিবারে!

উষা ভ্যান্সের জবাবে হতবাক নেটপাড়া

ওয়েব ডেস্ক: আঙুলে বিয়ের আংটি না থাকায় মার্কিন ভাইস–প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের (US Vice President JD Vance) স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্সকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) রটতে শুরু করেছিল দাম্পত্য ভাঙনের গুজব। সম্প্রতি এক পাবলিক ইভেন্টে উষাকে আংটি ছাড়া দেখা মাত্রই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে থাকে, “সব ঠিক আছে তো?”

গুজব ছড়াতেই সরাসরি জবাব দেন উষা। স্পষ্ট ভাষায় ট্রোলদের উদ্দেশে তাঁর মন্তব্য, “আমি তিনটে বাচ্চা সামলাই। সব সময় হাতে জুয়েলারি পরে ঘোরা আমার পক্ষে সম্ভব নয়।”

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যু/দ্ধ নিয়ে ট্রাম্পের কথায় নয়া বিতর্ক

উষার এই মন্তব্যের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর সমর্থনে এগিয়ে আসেন। নেটিজেনদের একাংশের দাবি, একজন কর্মব্যস্ত মা আংটি পরলেন কি না, তা নিয়ে ট্রোল করা মানেই অযথা ব্যক্তিগত জীবনে কুত্সা রটানো। উষার জবাবে আপাতত গুজব থেমে গেলেও, ভাইরাল হয়ে উঠেছে তাঁর সেই সোজা কথার উত্তর।

দেখুন আরও খবর: 

Read More

Latest News