Thursday, January 22, 2026
HomeScroll শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
Saturn Transit

 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি

এই বছর শনি তিনবার তার নক্ষত্র পরিবর্তন করবে

ওয়েবডেস্ক- শনির গোচরে (Saturn Transit) প্রভাব পড়বে এই তিন রাশির (Zodiac Sign) উপরে। যখনই শনি তার রাশি নক্ষত্র পরিবর্তন করে, তখনই সব রাশির উপর প্রভাব ফেলে। এই বছর শনি তিনবার তার নক্ষত্র পরিবর্তন করবে।

 

মিথুন রাশি-  শনির গোচর শুভ ফল দেবে এই জাতক-জাতিকাদের জীবনে। আসবে সুখে সময়। আর্থিক অবস্থা উন্নত হবে। কাজের জায়গায় স্বস্তি আসবে। এই রাশির অধীনে জন্মগ্রহণকারীদের ভাগ্য ফিরবে। চাকুরীজীবী ও ব্যবসায়ীদের অর্থভাগ্য শুভ। ব্যয় হ্রাস পাবে, সঞ্চয় বাড়বে। আপনি এই সময় পৈতৃক সম্পত্তি পেতে পারেন।

কর্কট রাশি- শনির গোচর খুবই উপকারী হবে। অর্থের অভাব ঘুচবে। ব্যবসায় সাফল্য হবে। বিদেশে চাকরির যোগ রয়েছে। আর্থিক ভাগ্য ভালো। বিভিন্ন উৎস থেকে অর্থ আসবে জীবনে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন কর্কট রাশির জাতকরা। সম্পত্তি বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা

 

মকর রাশি- শনির গোচরে ভাগ্য সাথ দেবে এই রাশির জাতক-জাতিকাদের। বাড়বে আয়। কাজের জায়গায় দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি পাবে। বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ। শিক্ষার্থীদের ভালো সময়। উচ্চ শিক্ষার সুযোগ আসতে পারে।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন

 

 

 

Read More

Latest News