Sunday, October 12, 2025
HomeScrollদীপাবলিতে বিশেষ নজর কাড়বে নদিয়ার এই পুজো, কী চমক থাকছে দর্শনার্থীদের জন্য?
Nadia

দীপাবলিতে বিশেষ নজর কাড়বে নদিয়ার এই পুজো, কী চমক থাকছে দর্শনার্থীদের জন্য?

৮০ বছরের পুরোনো পুজো, মাতাবির জাগ্রত উপস্থিতি ভক্তদের আর্শীবাদে

নদীয়া: প্রায় ৮০ বছর ধরে চলে আসা মংলা পারা বারোয়ারি পুজো (Mongla Para Barowari Durga Puja) এবার দীপাবলিতে (Diwali) বিশেষ নজর দেবে দর্শকদের (District news)। এখানে মহাকালী মাতা হিসেবে পূজিত হন দেবী কালী (Kali Puja)।

এই বছর পুজোর মণ্ডপের ভাবনা নেওয়া হয়েছে গুজরাটের শ্রী হরি মণ্ডপের আদলে, যা নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২২ লক্ষ টাকা। পুজো চলবে ৫ দিন, এবং এর সঙ্গে জড়িত থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন: বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ-এর অনুষ্ঠান, কোথায়?

প্রতিমা এখানে বিশেষ পদ্ধতিতে ভক্তদের কাঁধে চেপে নিরঞ্জন করা হয়। মায়ের জাগ্রত উপস্থিতি ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে। এই কারণে ভক্তরা মা কালীকে অলংকারে সজ্জিত করেন।

পুজো উদ্যোক্তারা জানান, এবারের দীপাবলিতে দর্শণার্থীদের বিশেষ নজর আকর্ষণ করার পরিকল্পনা রয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News