ওয়েব ডেস্ক: আবার কি ফিরে এল ল্যান্ড ফোনের যুগ? সম্প্রতি এক তথ্যে সেই প্রশ্নই ঘুরে ফিরে আসছে। ক্রমাগত স্মার্ট ফোন ব্যবহারের পর ক্লান্ত হয়ে পড়েছিলেন এক তরুণী। তখনই পুরনো দিনের মত নম্বর ঘুরিয়ে ফোনের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করতে করতে নিজস্ব প্রযুক্তি বানিয়ে ফেললেন ওই তরুণী। তার এই কান্ডে তিনি নিজেও যেমন অবাক, তেমনই অবাক সকলেই।
মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এক আমেরিকান তরুণী। বিকল্প ব্যবস্থা খুঁজতে খুঁজতে আচমকা ল্যান্ড লাইন ফোন ব্যবহারের কথা মাথায় আসে। ব্যাস এতেই কেল্লা ফতে। তার ফোনের প্রযুক্তি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে, তিনদিনে এক কোটি টাকা উপার্জন করে ফেলেছেন । সমাজমধ্যমে তিনি ক্যাটজিপিটি নামে পরিচিত। ল্যান্ড লাইনে ফোন করার জন্য একটি নতুন নম্বর এবং টেলিফোনের সংযোগের প্রয়োজন ছিল। পুরোনো একটি গোলাপী হান্ডসেটের সঙ্গে ব্লুটুথ সংযোগ করে দিব্যি কথাবার্তা চালাতে শুরু করেন।
আরও পড়ুন: ৯ ডিসেম্বর থেকে সংসদে শুরু SIR আলোচনা, সময় বরাদ্দ ১০ ঘণ্টা
২০২৫ সালে জুলাই মাসে তিনি অনলাইনে তাঁর যন্ত্রটিকে প্রকাশ্যে আনেন। শয়ে শয়ে নেটাগরিক জানান, তাঁরা সেটি কিনতে চান। ফলে তিনি অনলাইনে একটি দোকান চালু করে ফেলেন। ১৫ থেকে ২o টি অর্ডারও চলে আসেন তার কাছে নিমিষেই ।
দেখুন খবর:







