Sunday, September 21, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollআজ মহালয়া, কেমন যাবে আপনার সারাদিন
Zodiac Sign

আজ মহালয়া, কেমন যাবে আপনার সারাদিন

মহালয়ার রাতে রয়েছে ২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ

ওয়েবডেস্ক- জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, রাশিচক্র (Zodiac Sign) ১২টি অংশে বিভক্ত, যার প্রতিটি একটি নির্দিষ্ট রাশি দ্বারা চিহ্নিত। আপনার জন্মের সময় সূর্য যে রাশিতে অবস্থান করছিল, সেটিই আপনার সূর্য রাশি বা মূল রাশি হিসেবে বিবেচিত হয়। মহালয়ার (Mahalaya) রাতে রয়েছে ২০২৫ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ।

১) মেষ– আজকের দিনটি আপনার জন্য খুব ভালো যাবে। আর্থিক সমস্যা কেটে যাবে। কর্মক্ষেত্রে প্রশান্তি লাভ করবেন। প্রেম প্রণয়ে সাফল্য। স্বাস্থ্য ভালো যাবে।

২) বৃষ– অপ্রত্যাশিত ধনলাভ। আজকের দিনটিতে আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। আজ পছন্দের মানুষের থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে।

৩) মিথুন- আজ আপনার কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে বিতর্ক বিবাদ এড়িয়ে চলুন, না হলে ঝামেলা বাড়তে পারে। দাম্পত্য জীবনে স্ত্রীয়ের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাবেন। স্বাস্থ্য ভালো যাবে। গুরুজনদের সময় বেশি সময় কাটাতে পছন্দ করবেন।

৪) কর্কট- ভাগ্য আজ আপনার সহায় থাকবে। কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। আপনার ব্যবহার অন্যদের মুগ্ধ করবে। পছন্দের মানুষটি আজ আপনার সঙ্গে বেশি সময় কাটাতে পছন্দ করবে।

৫) সিংহ– চাকরি নিয়ে যে দুশ্চিতা করছিলেন, এবার তা ধীরে ধীরে সমাধানের দিকে এগোবে। কর্মক্ষেত্রে কাজের জন্য প্রশংসা পাবেন। ব্যবসায় সাফল্য। দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

৬) কন্যা- চাকরি ক্ষেত্রে অবাঞ্ছিত সমস্যা আপনাকে ভোগাতে পারে। কর্মক্ষেত্রে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। গুরুজনদের বেশি করে সময় দিন। আজ আপনার পরিবারে কোনও সুসংবাদ আসতে পারে।

৭) তুলা- এতদিন যে শারীরিক সমস্যাগুলি আপনাকে ভোগাচ্ছিল, তার থেকে মুক্তি পাবেন। মানসিক প্রশান্তি লাভ করবেন। আপনার মধ্যে আধ্যাত্মিক বিকাশ ঘটতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসছে। আজ ছোটখাটো ভ্রমণ হতে পারে।

৮) বৃশ্চিক- আপনার জীবনে আর্থিক উন্নতি। ভাগ্য আপনার সহায় থাকবে। আজ স্ত্রীর সঙ্গে কোনও কারণে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে ভালো সময় আসছে। বিদেশ যাত্রার যোগ আছে।

৯) ধনু- ভাগ্য আপনার সাথ দেবে। যেসব বন্ধুরা আপনার থেকে দূরে চলে গিয়েছিল, তারা পুনরায় আবার যোগাযোগ করতে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। দাম্পত্য জীবনে সুখ সাগরে ভাসবেন। মাইগ্রেনের সমস্যা আপনাকে কিছুদিন ভোগাতে পারে।

আরও পড়ুন- পাঁচ রাশির জন্য অশুভ সংকেত, মহালয়ায় কাদের কপালে শনি নাচছে?

১০) মকর- আর্থিক উন্নতি,কর্মক্ষেত্রে পদোন্নতি। জীবনে অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, কাঙ্খিত সাফল্য লাভ করবে। প্রেমের সম্পর্কে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, এবার তা নিজের থেকে সমাধান হবে।

১১) কুম্ভ- সামনের দিনে আপনার সময় ভালো আসছে। জীবনে কোনও জটিল সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। মানসিক শান্তি আসবে আপনার জীবনে। কাজের ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে সফল হবেন। আত্মবিশ্বাস বাড়বে।

১২) মীন- কর্মক্ষেত্রে সাফল্য। ধন সম্পত্তি বাড়বে। গাড়ি-বাড়ি ক্রয় হবে। জীবনে এমন কোনও মানুষের সঙ্গে আলাপ হবে, যার জন্য আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। গুরুজনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। স্বাস্থ্যের দিকে অধিক নজর দিন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Read More

Latest News