নদীয়া: নদীয়ার (Nadia) করিমপুর–কৃষ্ণনগর রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, আহত হলেন আরও চারজন। শুক্রবার দুপুরে দ্রুতগতির একটি প্রাইভেট গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। জোরে ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর (District News)। গুরুতর জখম অবস্থায় বাকিদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা কৃষ্ণনগর (Krishnanagar) জেলা হাসপাতালে পাঠান।
চোখে দেখা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করিমপুর থানার পুলিশ। পরে তারা গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ধর্ষণ কাণ্ডে নাম জড়ানো নিয়ে বিস্ফোরক প্রাক্তন মন্ত্রীপুত্র বোধিসত্ত্ব
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহতদের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রত্যেকেই স্থানীয় এলাকার বাসিন্দা বলেই মনে করা হচ্ছে। গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক, তাঁকেও হাসপাতালে ভরতি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, করিমপুর–কৃষ্ণনগর রোডে প্রায়শই দ্রুতগতির গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। তারা নিয়মিত পুলিশি নজরদারি ও স্পিড ব্রেকার বসানোর দাবি তুলেছেন। পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
দেখুন আরও খবর: