Tuesday, September 30, 2025
spot_img
Homeসরানো হল ব্যারাকপুরের সিপিকে, নতুন সিপি হলেন মুরলীধর শর্মা

সরানো হল ব্যারাকপুরের সিপিকে, নতুন সিপি হলেন মুরলীধর শর্মা

কলকাতা: সরানো হল ব্যারাকপুরের সিপিকে (Commissioner of Police Barrackpore)। বদলি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ্যে করা হয়েছে, ব্যারাকপুরের সিপি অজয় ঠাকুরের (Ajay Thakur) বদলির কথা জানানো হয়েছে। অজয় ঠাকুরের জায়গায় নতুন সিপি হলেন মুরলীধর শর্মা (Muralidhar Sharma)। আর অজয় ঠাকুর হলেন রাজ্য পুলিশের ডিআইজি সিআইডি।

গত বছরের নভেম্বরে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয় মুরলীধর শর্মাকে। এরপরই তাঁকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল। এতদিন পর্যন্ত মুরলীধর ছিলেন ব্যারাকপুরের ট্রেনিং সেন্টারের দায়িত্বে। এবার তাঁকে সিপি পদে আনা হল। চার মাস আগেই এই পদ পেয়েছিলেন অজয় ঠাকুর। এরই মধ্যে ফের বদল। এটা রুটিন বদলি বলেই লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে।
চলতি মাসের শুরুতেই রদবদল পুলিশে। বিনীত গোয়েলকে এডিজি -আইজি এসটিএফর পাশাপাশি এডিজি-আইজি অ‍্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বও দেওয়া হয়। অজ‍য় রানাডেকে সরানো হয় হোমগার্ডে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর প্রতিবাদের জেরে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরতে হয়েছিল বিনীত গোয়েলকে।

আরও পড়ুন: করোনা সংক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রীর কী কী নির্দেশ?

দেখুন ভিডিও

Read More

Latest News