Thursday, October 16, 2025
HomeScrollরামনগরে তৃণমূলের বিজয়া সম্মেলনী, বিধানসভা ভোটে জয়ের বার্তা নেতৃত্বের
TMC

রামনগরে তৃণমূলের বিজয়া সম্মেলনী, বিধানসভা ভোটে জয়ের বার্তা নেতৃত্বের

এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী ও সমর্থক

পূর্ব মেদিনীপুর: লোকসভা নির্বাচনে (Lok Sabha) ব্যাকফুটে থাকলেও, আগামী বিধানসভা ভোটে (Assembly Election 2026) জয়ের ধ্বজা তুলবে তৃণমূল কংগ্রেস (TMC) এমনই বার্তা শোনা গেল রামনগর দুই ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে।

বৃহস্পতিবার রামনগরে আয়োজিত এই সম্মেলনীতে উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী, সমর্থক ও ব্লক নেতৃত্ব। উদ্দীপনামূলক বক্তৃতায় ভরিয়ে তুললেন দলের রামনগর দুই ব্লকের সভাপতি অনুপ মাইতি। তাঁর বক্তব্য, “বিনা যুদ্ধে নাড়িয়ে দেবো সুচাগ্র মেদিনী”, অর্থাৎ আগাম লড়াইয়ে আত্মবিশ্বাসী দলের কর্মীরা।

আরও পড়ুন: সবুজ আলোর দীপাবলি, দূষণমুক্ত উৎসবের পথে নতুন দিশা বারুইপুরে

সভামঞ্চ থেকে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট বার্তা দেন, জনগণের আস্থা, সংগঠনের ঐক্য ও উন্নয়নের কাজে ভরসা রেখে তৃণমূল কংগ্রেস আবারও পূর্ব মেদিনীপুরে জয়ের ইতিহাস গড়বে।

দেখুন আরও খবর:

Read More

Latest News