ওয়েব ডেস্ক : ভারত-পাকিস্তান সংঘর্ষের (India-Pakistan Conflict) সময় শুল্কের ভয়ে তাঁকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এমনই এক নয়া দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এক অনুষ্ঠান থেকে তিনি দাবি করেছেন, অপারেশন সিদুঁর চলাকালীন ভারতের ও পাকিস্তানের উপর ৩৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছিলেন তিনি। এর পরেই নাকি তাঁকে ফোন করে মোদি বলেন, ভারত আর এই যুদ্ধ করবে না।
গত এপ্রিলে পহেলগামে ঘটে গিয়েছিল ভয়াবহ জঙ্গি হামলা। মৃত্যু হয়েছিল ২৬ জন ভারতীয় পর্যটকের। তার পরেই পাকিস্তানে গত মে মাসে অপারেশন সিদুঁর (Operation Sindoor) চালিয়েছিল ভারত। তবে সেই যুদ্ধ থামানোর পিছনে যে তিনি রয়েছেন, তা একাধিকবার দাবি করেছেন ট্রাম্প। কিন্তু ভারতের তরফে সেই দাবিকে বার বার খারিজ করা হয়েছে। কিন্তু থামতে চাইছেন না ট্রাম্প।
আরও খবর : ফের জেন জি-দের বিক্ষোভ নেপালে! জারি কারফিউ
বুধবার সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সামনে ফের নয়া দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি ভারত-পাকিস্তান দুই দেশের নেতাকেই বলেছিলাম, যুদ্ধ চালিয়ে গেলে তাদের উপর ৩৫০ শতাংশ শুল্ক চাপানো হবে। এই বিষয়টি রাজস্ব সচিব স্কট বেসেন্টকেও বিষয়টি জানিয়ে রেখেছিলেন বলে জানিয়েছিলেন তিনি। ট্রাম্প (Trump) দাবি করেন, এই শুল্কের ভয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়।
ট্রাম্পের দাবি, এর পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে ফোন করে যুদ্ধ থামানোর জন্য ধন্যবাদ জানান। তার পরেই, মোদি তাঁকে ফোন করে যুদ্ধ বন্ধ করার কথা বলেন। অবশ্য, এটি ট্রাম্পের প্রথম দাবি নয়। এর আগে বহু বার একই কথা বলে আসছেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, দুই পক্ষের সম্মতিতেই এই যুদ্ধ বিরতি সম্পন্ন হয়েছে। এতে তৃতীয় পক্ষের কোনও হাত নেই। তবে তাতে থামছেন না ট্রাম্প। বরং নতুন নতুন নতুন গল্প ফেঁদে চলেছেন তিনি।
দেখুন অন্য খবর :







