ওয়েবডেস্ক: বাংলায় (Bengal) কবে শুরু হচ্ছে এসআইআর (SIR)? আপাতত নির্বাচন কমিশন (Election Commission) কোনও দিনক্ষণ জানায়নি, যথা সময়ে জানিয়ে দেওয়া হবে বলেই বলা হয়েছে। এই মুহূর্তে রাজ্যে যা পরিস্থিতি তাতে সবচেয়ে তাতে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন (Special Intensive Revision) নিয়ে ফের চর্চা! শুরু হয়েছে। কারণ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের চিঠি রাজ্যের মুখ্য সচিবকে। দ্রুত ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগ করতে হবে।
বিধানসভা ভিত্তিক ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিকাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)নিয়োগ করার জন্য জাতীয় নির্বাচন কমিশন বারবার বলছে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। ২৯ তারিখের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের চিঠি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে।
এখনও পর্যন্ত Electoral Eegistration Officer বা ERO পদে ১৫ থেকে ১৬ টি জায়গায় নিয়োগ বাকি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইলেক্টরেল রেজিস্ট্রেশন অফিসার পদগুলিতে প্রায় ৫০০ টিরও বেশি নিয়োগ বাকি রয়েছে। তাই দ্রুত নিয়োগ করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের চিঠি মুখ্য সচিবকে।
আরও পড়ুন- পুজোর অনুদান মামলায় এবার নয়া নির্দেশিকা হাইকোর্টের, কোন শর্তে মিলবে অনুদান?
মুখ্য নির্বাচনী আধিকারিকের এই চিঠি পাওয়ার পর থেকেই তৎপর নবান্ন (Nabanna)। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ বিভিন জেলার জেলাশাসক ও কয়েকটি দফতরের নবান্নে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রে জানা গেছে, কমিনের নির্দেশিকা মেনে দ্রুত ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল অফিসার নিয়োগ করতে হবে। যেখানে যেখানে পদ গুলিতে নিয়োগ করা হয়নি সেখানে অবিলম্বে সেটি পূরণ করে দিতে হবে। জেলাশাসকদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন আরও খবর-