Sunday, January 25, 2026
HomeScrollরবিতে রাশিচক্রে সতর্কবার্তা! শান্ত না থাকলে পদে পদে বিপদের ইঙ্গিত
Horoscope Today

রবিতে রাশিচক্রে সতর্কবার্তা! শান্ত না থাকলে পদে পদে বিপদের ইঙ্গিত

দেখে নিন আজ আপনার রাশিতে কী বলছে ভাগ্য

ওয়েব ডেস্ক: রবিবার গ্রহ-নক্ষত্রে একাধিক পরিবর্তনের ইঙ্গিত। কোথাও ধৈর্য রাখার পরামর্শ, কোথাও আবার সুযোগের হাতছানি (Horoscope Today)। শান্ত না থাকলে বাড়তে পারে সমস্যা—দেখে নিন আজ আপনার রাশিতে (Rashifal) কী বলছে ভাগ্য।

মেষ: কাজ ও সামাজিকতা নিয়ে অতিরিক্ত ব্যস্ততার পর এখন বিরতি নেওয়ার সময়। মানসিক চাপ বাড়লে কাজ পিছোতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা, স্বাস্থ্যের দিকে নজর দিন—ছোটখাটো আঘাতের আশঙ্কা।

বৃষ: মোটামুটি দিন। অপ্রত্যাশিত খরচ মাথাব্যথা বাড়াতে পারে। তবে ইতিবাচক ভাবনায় বদল আসবে। ভাগ্য সহায় থাকায় আর্থিক সমস্যা কাটবে, নতুন কাজ বা প্রকল্পের সুযোগ মিলতে পারে।

আরও পড়ুন: সিংহ রাশির ব্যবসায় উন্নতি, তুলার সুখী দাম্পত্য! জানুন শনিবারের রাশিফল

মিথুন: নিজের জিনিস নিয়ে অতিরিক্ত মালিকানাবোধ তৈরি হতে পারে। হঠাৎ কোনও ঘটনা মানসিকভাবে নাড়া দেবে। ইতিবাচক থাকলে আর্থিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান সম্ভব।

কর্কট: জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। অর্থনৈতিক দিক নিয়ে অতিরিক্ত চিন্তা নেই। হিসেবি মনোভাব ভবিষ্যতের সঞ্চয়ে সাহায্য করবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

সিংহ: প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা আসতে পারে। মনে রাখুন, সব দিন আপনার নয়। ধৈর্য ও সংযমই চাপমুক্ত থাকার চাবিকাঠি। ব্যস্ত সময়সূচি আপনাকে ক্লান্ত করতে পারে।

কন্যা: নতুন নতুন ভাবনা মাথায় আসবে। বিচারবুদ্ধি তুঙ্গে থাকবে। বিনিয়োগে লাভের যোগ, বিশেষ করে পুরনো বিনিয়োগ থেকে সুফল মিলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবি না হওয়াই ভালো।

তুলা: ঘরোয়া দায়িত্বে মনোযোগ প্রয়োজন। প্রেমের সম্পর্কে সঙ্গীর পাশে দাঁড়ান। আর্থিক সিদ্ধান্তে সাবধানী মনোভাব সঠিক ফল দেবে। বন্ধুরা আপনার পরামর্শে উপকৃত হবেন।

বৃশ্চিক: ব্যবসায়িক সঙ্গীরা ভরসার জায়গা হয়ে উঠবেন। নতুন যৌথ উদ্যোগে সাফল্যের সম্ভাবনা। পরিশ্রমের স্বীকৃতি মিলবে। বাড়ি সংস্কার বা দার্শনিক ভাবনায় মন যেতে পারে।

ধনু: পরিবার ও কাজের চাপ সামলানো কঠিন হবে। তবুও কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল মিলবে। আর্থিক দিক শক্তিশালী থাকবে, ভবিষ্যতের জন্য লাভজনক ভিত্তি তৈরি হবে।

মকর: আপনার বুদ্ধি ও পরামর্শ অন্যদেরও এগিয়ে যেতে সাহায্য করবে। সমস্যার মুখোমুখি হলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সম্পর্ক ও স্বাস্থ্য—দুটোই স্থিতিশীল থাকবে।

কুম্ভ: পেশাগত সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিন। আর্থিক চাপ আসতে পারে, বাজেট সামলানো কঠিন হবে। ধৈর্য না হারালে দিনের শেষে সমস্যার সমাধান মিলবে।

মীন: আবেগ আজ আপনাকে কিছুটা আচ্ছন্ন করবে। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর যোগ। কর্মশক্তি থাকবে তুঙ্গে। ব্যবসায়ীদের জন্য যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ভালো সুযোগ।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন

Read More

Latest News