ওয়েব ডেস্ক: রবিবার গ্রহ-নক্ষত্রে একাধিক পরিবর্তনের ইঙ্গিত। কোথাও ধৈর্য রাখার পরামর্শ, কোথাও আবার সুযোগের হাতছানি (Horoscope Today)। শান্ত না থাকলে বাড়তে পারে সমস্যা—দেখে নিন আজ আপনার রাশিতে (Rashifal) কী বলছে ভাগ্য।
মেষ: কাজ ও সামাজিকতা নিয়ে অতিরিক্ত ব্যস্ততার পর এখন বিরতি নেওয়ার সময়। মানসিক চাপ বাড়লে কাজ পিছোতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা, স্বাস্থ্যের দিকে নজর দিন—ছোটখাটো আঘাতের আশঙ্কা।
বৃষ: মোটামুটি দিন। অপ্রত্যাশিত খরচ মাথাব্যথা বাড়াতে পারে। তবে ইতিবাচক ভাবনায় বদল আসবে। ভাগ্য সহায় থাকায় আর্থিক সমস্যা কাটবে, নতুন কাজ বা প্রকল্পের সুযোগ মিলতে পারে।
আরও পড়ুন: সিংহ রাশির ব্যবসায় উন্নতি, তুলার সুখী দাম্পত্য! জানুন শনিবারের রাশিফল
মিথুন: নিজের জিনিস নিয়ে অতিরিক্ত মালিকানাবোধ তৈরি হতে পারে। হঠাৎ কোনও ঘটনা মানসিকভাবে নাড়া দেবে। ইতিবাচক থাকলে আর্থিক ও ব্যক্তিগত সমস্যার সমাধান সম্ভব।
কর্কট: জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। অর্থনৈতিক দিক নিয়ে অতিরিক্ত চিন্তা নেই। হিসেবি মনোভাব ভবিষ্যতের সঞ্চয়ে সাহায্য করবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
সিংহ: প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা আসতে পারে। মনে রাখুন, সব দিন আপনার নয়। ধৈর্য ও সংযমই চাপমুক্ত থাকার চাবিকাঠি। ব্যস্ত সময়সূচি আপনাকে ক্লান্ত করতে পারে।
কন্যা: নতুন নতুন ভাবনা মাথায় আসবে। বিচারবুদ্ধি তুঙ্গে থাকবে। বিনিয়োগে লাভের যোগ, বিশেষ করে পুরনো বিনিয়োগ থেকে সুফল মিলতে পারে। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবি না হওয়াই ভালো।
তুলা: ঘরোয়া দায়িত্বে মনোযোগ প্রয়োজন। প্রেমের সম্পর্কে সঙ্গীর পাশে দাঁড়ান। আর্থিক সিদ্ধান্তে সাবধানী মনোভাব সঠিক ফল দেবে। বন্ধুরা আপনার পরামর্শে উপকৃত হবেন।
বৃশ্চিক: ব্যবসায়িক সঙ্গীরা ভরসার জায়গা হয়ে উঠবেন। নতুন যৌথ উদ্যোগে সাফল্যের সম্ভাবনা। পরিশ্রমের স্বীকৃতি মিলবে। বাড়ি সংস্কার বা দার্শনিক ভাবনায় মন যেতে পারে।
ধনু: পরিবার ও কাজের চাপ সামলানো কঠিন হবে। তবুও কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল মিলবে। আর্থিক দিক শক্তিশালী থাকবে, ভবিষ্যতের জন্য লাভজনক ভিত্তি তৈরি হবে।
মকর: আপনার বুদ্ধি ও পরামর্শ অন্যদেরও এগিয়ে যেতে সাহায্য করবে। সমস্যার মুখোমুখি হলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সম্পর্ক ও স্বাস্থ্য—দুটোই স্থিতিশীল থাকবে।
কুম্ভ: পেশাগত সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিন। আর্থিক চাপ আসতে পারে, বাজেট সামলানো কঠিন হবে। ধৈর্য না হারালে দিনের শেষে সমস্যার সমাধান মিলবে।
মীন: আবেগ আজ আপনাকে কিছুটা আচ্ছন্ন করবে। সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটানোর যোগ। কর্মশক্তি থাকবে তুঙ্গে। ব্যবসায়ীদের জন্য যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ভালো সুযোগ।
*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন







