Monday, August 25, 2025
HomeScrollপ্রকাশিত বিসিসিআই-এর বার্ষিক চুক্তি, ঠাঁই পেলেন রোহিত-কোহলি?  

প্রকাশিত বিসিসিআই-এর বার্ষিক চুক্তি, ঠাঁই পেলেন রোহিত-কোহলি?  

ওয়েব ডেস্ক: ক্রিকেটারদের বার্ষিক আর্থিক চুক্তি (Annual Contract) প্রকাশ করল বিসিসিআই (BCCI)। নতুন করে চুক্তিবদ্ধ হলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং ঈশান কিষান (Ishan Kishan) ‘অবাধ্য’ দুই ক্রিকেটারকে চুক্তি থেকে বাদ দিয়েছিল ভারতীয় বোর্ড, তাদের আবার ফিরিয়ে আনা হল। বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকে (Rohit Sharma) সর্বোচ্চ ক্যাটেগরি এ প্লাস থেকে নামানো হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু তারা উচ্চতম সোপানেই রয়ে গেলেন।

এ প্লাস বিভাগে রয়ে গেলেন আগের চারজনই। কোহলি, রোহিতের সঙ্গে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। টি২০ থেকে অবসর নিয়েছেন প্রথম দুজন। ওডিআই খেলা কমই হয়, শুধু টেস্ট ক্রিকেটে দেখা যায় রোহিত-কোহলিকে। সে কারণেই তাদের এ প্লাস থেকে নামানো হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু বিসিসিআই ভারতীয় ক্রিকেটের দুই সেরা তারকার একবিন্দু সম্মানহানি করল না।

আরও পড়ুন: লিভারপুলের অপেক্ষা বাড়ল, ফের হার ম্যান ইউয়ের

 

এ ক্যাটেগরিতে রয়েছেন ছয়জন— মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুভমন গিল, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। আগের বছর বি বিভাগে ছিলেন পন্থ, তাঁর পদোন্নতি হল। বি ক্যাটেগরিতে আছেন পাঁচজন— সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার।

সি ক্যাটেগরিতে জায়গা পেলেন ১৯ জন ক্রিকেটার। তাঁরা হলেন, রিঙ্কু সিং, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং ঈশান কিষান।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News