Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollঅনুশীলনে শিশুর মতো উচ্ছ্বাস কোহলির, কারণ কী?

অনুশীলনে শিশুর মতো উচ্ছ্বাস কোহলির, কারণ কী?

ওয়েব ডেস্ক: বিরাট কোহলির (Virat Kohli) বয়স এখন ৩৬। এখনও মাঠে তাঁর উৎসাহ উদ্দীপনা যে কোনও তরুণ ক্রিকেটারের থেকে অনেক গুণ বেশি। এমনকী অনুশীলনেও তাঁর যে পরিমাণ ‘এনার্জি’ তা থেকে শিখতে পারে নতুন প্রজন্ম। টেনিস বলে দারুণ ক্যাচ ধরে শিশুর মতো উচ্ছ্বাসে মাতলেন ভারতীয় ক্রিকেটের এক নম্বর তারকা।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) জন্য দুবাইয়ে অনুশীলনে নিমগ্ন ভারতীয় দল। এই শহরেই টুর্নামেন্টের সব ম্যাচ খেলবেন রোহিত শর্মারা (Rohit Sharma)। এদিন ফিল্ডিং প্র্যাকটিস করছিলেন তাঁরা। অধিনায়ক রোহিত র‍্যাকেট দিয়ে টেনিস বল উঁচু করে তুলে দিচ্ছিলেন, আর তা ক্যাচ ধরার অনুশীলন চলছিল। এরকমই একটি বল নিজের বাঁ দিকে দৌড়ে একহাতে দারুণ ক্যাচ ধরলেন কোহলি। এরপর উচ্ছ্বাসে দুই হাত উপরে তুলে দৌড়ে উচ্ছ্বাস দেখালেন।

আরও পড়ুন: লিভারপুলের জয়, আবার হারল ম্যান ইউ

 

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

এরপর অন্যান্যদের সঙ্গে নেটে ব্যাটিং প্র্যাকটিসও করলেন কোহলি। ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। দ্বিতীয় দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের অভিযান। বাংলাদেশ ছাড়াও গ্রুপ লিগে রোহিত-কোহলিদের প্রতিপক্ষ পাকিস্তান এবং নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০তে হাফ-সেঞ্চুরি করেছেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ব্যাট থেকে রান আসবে, এই আশায় ভারতের সমর্থককুল। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে দেশের হয়ে সবথেকে বেশি রান আছে তাঁরই। ২০০৯, ২০১৩ এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছেন কোহলি। ২০০৯-এ খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও ১২ ম্যাচে ৮৮.২ গড়ে ৫২৯ রান করেছেন।

Read More

Latest News