নিজস্ব সংবাদদাতা: দত্তপুকুর থানার (Dutta Pukur Thana) বড়সড় সাফল্য। অবশেষে জলিলকে সঙ্গে করে নিয়ে এসে হযরত কাটা মুন্ডুর খোঁজ পেল দত্তপুকুর থানার পুলিশ। উদ্ধার করে নিয়ে যাওয়া হল কাটা মুন্ডু। সম্প্রতি দত্তপুকুরে মাঠের মধ্যে উদ্ধার যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়! বাজিতপুর গ্রামে উদ্ধার হয়েছিল অজ্ঞাতপরিচয় যুবকের মুণ্ডহীন দেহ। দেহের একটি হাত পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিকল্পিত খুন, অনুমান পুলিশের। দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে এসেছে পুলিশ কুকুর। খালে ডুবুরি নামিয়ে দেহাংশের খোঁজে তল্লাশি।
আরও পড়ুন: শিক্ষকের বিরুদ্ধে দিনের পর দিন স্কুলে না আসার অভিযোগ
এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। জম্মু-কাশ্মীর থেকে জলিলকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বাড়ি থেকে কিছুটা দূরেই সে মুন্ডু ফেলেছে। অবশেষে খোঁজ মিলল সেই কাটা মুন্ডুর। মঙ্গলবার সকালে জলিলকে সঙ্গে করে নিয়ে এসে কাটা মুন্ডু উদ্ধার করল দত্তপুকুর থানা পুলিশ। পাশাপাশি, যে খুনের সময় মোবাইল ব্যবহার করা হয়েছিল বা যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল সেগুলো তল্লাশি শুরু করেছে পুলিশ এবং খোঁজও মিলেছে।
দেখুন আরও খবর: