Monday, August 25, 2025
HomeScrollরবীন্দ্র সরোবর মাঠ নিয়ে দৃষ্টি আকর্ষণ কেএমডিএর আইনজীবীর

রবীন্দ্র সরোবর মাঠ নিয়ে দৃষ্টি আকর্ষণ কেএমডিএর আইনজীবীর

কলকাতা: রবীন্দ্র সরোবর (Rabinda Sarobor) মাঠ নিয়ে এবার কলকাতা আদালতের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ কেএমডিএর (KMDA)  আইনজীবীর।

জানা যায় কেএমডিএর (KMDA) পক্ষ থেকে রবীন্দ্র সরোবরের মাঠটি যীশু সেনগুপ্তকে দেওয়া হয় ক্রিকেট ইন্সটিটিউট তৈরি করার জন্য।

আর এই ইস্যু নিয়েই কলকাতা হাইকোর্টে (Calcutta Highcourt) জনস্বার্থ মামলা দায়ের হয়ে যায়।

আরও পড়ুন: বাতিল সার্টিফিকেট তবুও সংরক্ষিত পদে রয়েছেন স্কুলের হেডমাস্টার

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই সিদ্ধান্তের উপরে অন্তরবর্তীকালীন স্থগিতাদেশ বজায় রাখে। নির্দেশিকায় জানানো হয় ওই মাঠে কোনভাবেই কোনরকম পরিবেশ পরিবর্তিত করা যাবেনা।

কেএমডিএর আইনজীবী কলকাতা হাইকোর্টে এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন বলে মন্তব্য করেন। কারণ আদালতের নির্দেশে ওই মাঠ পড়ে রয়েছে। যার জেরে শিশুরা সেখানে খেলতে পারছেন না। মাঠ ফাঁকা পরে থাকায় জঞ্জালের স্তুপ তৈরি হচ্ছে সেখানে, যার জেরে নষ্ট হচ্ছে পরিবেশ। তাই দ্রুত এই মামলার নিষ্পত্তি প্রয়োজন বলেই তিনি মন্তব্য করেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দ্রুত এই মামলার শুনানি আশ্বাস দিয়েছেন। আগামীকাল কলকাতা হাইকোর্টে রয়েছে এই মামলার শুনানির সম্ভাবনা।

দেখুন অন্য খবর

Read More

Latest News