Saturday, August 30, 2025
HomeScrollঅবৈধ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

অবৈধ আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

নদিয়া: নদিয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হল অবৈধ আগ্নেয়াস্ত্র সহ গুলি। গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ।

নদিয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে হাঁসখালি থানার পুলিশ মিলন নগর গ্রামের পাশে অভিযান চালায়। অভিযান চালিয়ে হাঁসখালি থানার পুলিশ গ্রেফতার করে নীলাদ্রি সরকার ওরফে পিকলু নামক ৩১ বছরের ওই যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: বিধাননগরের পর এবার বাগুইআটিতেও হেলে পড়ল দুটি বহুতল

পুলিশ সূত্রে খবর, ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে এই খবর পুলিশ গোপন সূত্রে পায়। আর তারপরেই হাঁসখালি থানার পুলিশ অভিযান চালিয়ে একটি দেশি ওয়ান শাটার বন্দুক সহ একটি ধাতুজ উদ্ধার করা হয়।

আর তারপরেই, যুবককে জিজ্ঞাসাবাদ করলে ওই যুবক এই আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ কোথা থেকে পেয়েছে সেই বিষয়ে সে কিছু বৈধ নথি দেখাতে না পাড়ায় তাকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ।

ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কোথা থেকে এই আগ্নেআস্ত্র উদ্ধার করা হয়েছে তার তদন্ত শুরু করা হয়েছে। আজ ধৃতকে পুলিশ রিমান্ডে রানাঘাট আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ।

দেখুন অন্য খবর

Read More

Latest News