Monday, August 25, 2025
HomeScrollনববর্ষের দিন নদিয়াতে ভয়াবহ পথ দুর্ঘটনা

নববর্ষের দিন নদিয়াতে ভয়াবহ পথ দুর্ঘটনা

ওয়েব ডেস্ক: নববর্ষের দিন সকালবেলা ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষি থাকল নদিয়া (Nadia)। দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। জানা যাচ্ছে, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) ভীমপুর এলাকায়।

কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

আরও পড়ুন: ওয়াকফকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নওশাদ ও হুমায়ূনরা

জানা যাচ্ছে, নববর্ষের (Nababarsha) সকালবেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।

জানা যাচ্ছে, কুলগাছি ঝাওতালা এলাকার রাস্তায় মাজদিয়ার থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। আর তখনই উল্ট দিক থেকে আসছিল একটি যাত্রী বোঝাই ইঞ্জিন ভ্যান। জানা যাচ্ছে ওই ভ্যানে চালক সহ তিনজন ছিলেন। রাস্তায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহত হন ইঞ্জিন ভ্যানের চালক ও যাত্রীরা। দূরে ছিটকে পড়েন তারা।

দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। তারপর ঘটনাস্থল থেকে আরও দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক।

দেখুন অন্য খবর

Read More

Latest News