Wednesday, November 26, 2025
HomeScrollফের শুটআউট, কালিয়াচকে বিশাল পুলিশ বাহিনী, এখন কী অবস্থা?
Shootout In Malda

ফের শুটআউট, কালিয়াচকে বিশাল পুলিশ বাহিনী, এখন কী অবস্থা?

ঘটনায় আটক একাধিক, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

ওয়েব ডেস্ক: দিনেদুপুরে মালদহের কালিয়াচকের চলল গুলি (Shootout In Malda)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে মোজামপুরে। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন স্থানীয় এসডিপিও সহ পুলিশ বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

 

Read More

Latest News