Thursday, November 27, 2025
HomeScrollFourth Pillar | অমিতাভ বচ্চন থেকে শিল্পা শেঠি, মোদিজির ভয়ে মুখে তালা...
Fourth Pillar

Fourth Pillar | অমিতাভ বচ্চন থেকে শিল্পা শেঠি, মোদিজির ভয়ে মুখে তালা মেরে বসে আছেন

যাঁরা সেদিন টুইট করেছিলেন, তাঁরা আজ চুপ কেন? ED আর CBI-এর ভয়ে?

Written By
অনিকেত চট্টোপাধ্যায়

সারা পৃথিবীতে কতজন লেখক, কবি, সাহিত্যিক, অভিনেতা, গায়ক, চলচিত্র পরিচালক রাষ্ট্রপ্রধান হয়েছেন? হাতে গোনা কিছু মানুষকে পাওয়া যাবে। কিন্তু সে সংখ্যা কিছুই নয়! অথচ তাকিয়ে দেখুন, দেশে দেশে স্বাধীনতা সংগ্রাম, বিদ্রোহ, বিপ্লবের দিকে, দেখবেন এই বুদ্ধিজীবিদেরই এক বিরাট ভূমিকা। জালিয়ানওয়ালাবাগে গুলি চলল, রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করলেন। দেশে জরুরি অবস্থা জারি হয়েছে, রামধারি সিং দিনকরের সেই কবিতা লোকের মুখে মুখে – ‘সিংহাসন খালি করো কি জনতা আতি হ্যায়’, ক’দিন আগেই সিএএ বিরোধী আন্দোলন, রাস্তায় ছেলেমেয়েরা ফায়েজের লেখা গান গাইছে, ‘হাম দেখেঙ্গে’। এটাই স্বাভাবিক। কিন্তু কখনও কখনও ঠিক উল্টোটাই হয়, এক রাষ্ট্রীয় নিপিড়নের সামনে অনেকে মাথা নত করেন, অনেকে আবার প্রাপ্তির দিক ভেবেই চুপ করে থাকেন, অনেকে আবার বুঝে যান যে, এখন কথা বলার সময় নয়। জরুরি অবস্থার সময়ে কিশোর কুমারকে এক অনুষ্ঠানে বিনা পয়সাতে গাইবার জন্য কংগ্রেস ওপরতলা থেকে ফোন আসে, তিনি সেই নির্দেশ অমান্য করার সাহস দেখিয়েছিলেন, তাঁর গান গাওয়া বন্ধ হতে বসেছিল। হ্যাঁ, আজকের বুদ্ধিজীবিরা সেসব হিসেব মাথায় রেখেই চলেন। ঠিক এই মুহুর্তে এক ডলার প্রায় ৯০ টাকা। তাকিয়ে দেখুন সারা দেশের বুদ্ধিজীবিদের দিকে – দেশের প্রত্যেক চলচিত্র পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, এমনকি অভিনেতা অভিনেত্রীদের দিকে, দিল্লির সরকারি দলের দিকেও নজর রাখতে বলছি, এত বড় নৌটঙ্কির দিকে নজর রাখতে বলছি, সেই সব অভিনেতাদের চোখের দিকে নজর রাখতে বলছি, যারা কি অনায়াসে তাদের মনের ইচ্ছে গোপন করে, মুখে আর এক অন্য অভিব্যক্তি ফুটিয়ে তুলছেন, মুখে বলছেন এক, মনে ভাবছেন আর এক। নজর রাখতে বলছি সেই সব চিত্রনাট্যকারদের দিকে, যারা আড়াল থেকে যুগিয়ে যাচ্ছেন ডায়ালগ, ‘বীর রস’, ‘করুণ রস’ আর অবশ্যই ‘হাস্য রস’। নজর রাখতে বলছি সেই সুপ্রিম কমান্ডার পরিচালকের দিকে, যার নির্দেশে এই কুনাট্য দেশের রাজধানীতে অভিনীত হচ্ছে, ‘ইয়ে চান্স ন মিলেগা দোবারা’।

লুটিয়েন্স দিল্লিতে কত ষড়যন্ত্র রচনা হয়েছে সেই কবে থেকে। কল্পিত পুরানের ইন্দ্রপ্রস্থও তো ছিল ঐ দিল্লি। পাশার দান দিচ্ছিল শকুনি, তীব্র লোভে আর জিঘাংসায় চকচক করছিল তার চোখ, সভাসদদের প্রত্যেকের চোখ ছিল দ্রৌপদীর দিকে। তাঁর বস্ত্রহরণের সময় দুর্যোধন উরু চাপড়ে তাঁর কামনা জানিয়েছিলেন পাঞ্চালীকে, মহাভারত। তারপরেও ইতিহাসেও বহুবার ওই দিল্লিতে রচিত হয়েছে কূনাট্য, বহু ষড়যন্ত্রের সাক্ষী দিল্লির লালকেল্লা থেকে যমুনার জল। আজ সেই কূনাট্য আবার আমাদের সামনে। চলুন আমরা একটু পিছিয়ে যাই। ২০ আগস্ট ২০১৩, টাকার দাম পড়ছে, ডলারের পরিবর্তে ৬৩ টাকার মতো। আমাদের এখনকার প্রধানমন্ত্রী, তখন গুজরাতের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “There is a competition between Congress and the rupee. Who will fall lower, that is the competition. The country is disappointed today because the government is neither concerned about the economy nor the falling rupee. It is only worried about saving its chair.” কংগ্রেস আর টাকার মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত তাড়াতাড়ি পড়তে পারে। আজ এক ডলার ৯০ টাকা, মোদিজি একটা কথাও বলছেন না। সেদিন বিজেপি প্রবক্তা সুষমা স্বরাজ বলেছিলেন “The rupee has lost its value. The Prime Minister has lost his grace.” টাকা তার মূল্য হারিয়েছে, প্রধানমন্ত্রী তার মর্যাদা হারিয়েছেন। আজকের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, “Falling rupee adding to burden…Can govt get away.” টাকা পড়ছে, মানুষের উপরে বোঝা বাড়ছে। কিছুদিন আগে তিনি বলেছেন আসলে টাকা পড়ছে না, ডলার শক্তিশালী হচ্ছে। কী হাস্যকর তত্ত্ব!

আরও পড়ুন: Fourth Pillar | মন্দির থেকে জন্ম নিচ্ছে এক হিন্দুরাষ্ট্র, শুরু হচ্ছে এক নতুন কালচক্র

কিন্তু সেই তাঁরা যাঁদের কে মানুষ সেলিব্রিটি বলে, যাঁদের অসংখ্য ভক্ত আছে, যাঁরা বিখ্যাত, তাঁরা কী বলেছিলেন? শ্রী শ্রী রবিশঙ্কর, সব বিষয়েই জ্ঞান দেন, তিনি কেবল বলেননি, একটা ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২০ মার্চ, ২০১৪, লোকসভা নির্বাচনের ঠিক আগে সেদিনের টাকার দর ছিল ৬১.০০ টাকার আশেপাশে, তিনি টুইট করেছিলেন, “It is refreshing to know that the rupee will get stronger at Rs 40/- per dollar if Modi comes to power.” এটা জেনে খুব আস্বস্ত লাগছে যে মোদি ক্ষমতায় এলে টাকা শক্তিশালী হয়ে ডলার প্রতি ৪০ টাকায় পৌঁছবে। কী করে? কোন আকাশবাণী থেকে তিনি এই খবর পেয়েছিলেন জানা নেই, কিন্তু তাঁর লক্ষ লক্ষ ভক্ত কিন্তু এই কথা বিশ্বাস করেছিল। আজ এক ডলার ৯০ টাকা, তিনি ডলারে টাকা কামান, কিন্তু ডলার নিয়ে কোনও কথা আর বলেন না। বিখ্যাত লেখক চেতন ভগত, হ্যাঁ, যিনি ‘থ্রি ইডিয়টস’ লিখেছিলেন, ২৮ আগস্ট, ২০১৩ বলেছিলেন, সেদিনের টাকার দর ছিল ৬৮.৮৩ টাকা “Rupee at 60. It is mayhem. Close to an economic crisis. But well, the government is silent.” টাকা ৬০-এ পৌঁছেছে, এটা বিশৃঙ্খলা, অর্থনৈতিক সংকটের খুব কাছে, কিন্তু সরকার চুপ। সেদিন যিনি বিশৃঙ্খলা দেখেছিলেন আজ এক ডলার ৯০ টাকা, তিনি কিন্তু চুপ, মুখে তালা। কেন? চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী, যিনি তাঁর রাজনৈতিক মতাদর্শের জন্য সুপরিচিত, তিনি বিজেপির প্রোপাগান্ডা মেশিনারি চালান, ২০১২ সালেও সরকারের কট্টর সমালোচক ছিলেন। ২০১২ সালে যখন টাকার দর ৫৩ থেকে ৫৫ টাকার মধ্যে, তখন টুইট করেছিলেন “Pray that your happiness rises like petrol prices, your sorrow fall like Indian Rupee and your heart fills with joy like corruption in India.” প্রার্থনা করি, পেট্রোলের দামের মতো আপনাদের সুখ বৃদ্ধি পাক, ভারতীয় টাকার মতো আপনাদের দুঃখ কমে যাক, আর ভারতের দুর্নীতির মতো আপনাদের হৃদয় আনন্দে পূর্ণ হোক। কী অসাধারণ ব্যঙ্গ! কিন্তু এখন তাঁর এই ব্যাঙ্গের ঝুড়িতে গদরেজ তালা। টাকার দর ৯০, তিনি এ নিয়ে কোনও কথাই বলেন না। অনুপম খের ইউপিএ সরকারের আমল থেকেই নিজেকে একজন কংগ্রেস-বিরোধী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর টুইটগুলো ছিল নাটকীয়। ২০১২-২০১৩ নাগাদ তাঁর টুইটে তিনি লিখছেন, “Everything is falling. The value of Rs and the cost of a human being. We belong to the country in which ganga cries.” সবকিছুই পড়ছে, টাকার দাম এবং মানুষের জীবনের মূল্য, আমরা এমন এক দেশের নাগরিক যেখানে গঙ্গা কাঁদছে। হ্যাঁ, ২০১২–২০১৩-তে লিখছেন যখন ডলারের মূল্য ৬২ থেকে ৬৩-তে ঘোরাফেরা করছিল, আজ যখন তা ৯০-এ দাঁড়িয়ে আছে, তখন তাঁর গঙ্গা আর কাঁদছে না, ইন ফ্যাক্ট তিনি এ নিয়ে আর কোনও কথাই বলেন না।

অভিনেত্রী শিল্পা শেঠিও ২০১৩ সালে টাকার পতন নিয়ে ব্যঙ্গাত্মক টুইট করেছিলেন, যা সেই সময়ে বেশ ভাইরাল হয়েছিল। টুইট করেছিলেন ২০ আগস্ট, ২০১৩, ডলারের দাম তখন হু হু করে বাড়ছিল এবং টাকা ৬৩-৬৪-এর ঘরে ছিল। তিনি লিখেছিলেন, “Funny piece I read. Dollar on an escalator. Rupee on a ventilator. Nation in ICU. V r in coma. Onion in showroom. God bless India.” “একটা মজার লেখা পড়লাম। ডলার যেন চলন্ত সিঁড়িতে দ্রুত উপরে উঠছে, টাকা ভেন্টিলেটরে, তার মুমূর্ষু অবস্থা, দেশ আইসিইউতে এবং আমরা কোমায়। পিঁয়াজ এখন শোরুমে এতটাই দামি। ঈশ্বর ভারতকে রক্ষা করুন। অভিনেত্রী জুহি চাওলা ২০১৩ সালে টাকার পতন নিয়ে বেশ কিছু টুইট করেছিলেন। ২১ আগস্ট, ২০১৩ তাঁর টুইটে তিনি লিখছেন “Thank God, Apun ke underwear ka naam ‘Dollar’ hai. ‘Rupee’ hota to baar baar girta rehta!!” ঈশ্বরকে ধন্যবাদ, আমার অন্তর্বাসের (ব্র্যান্ডের) নাম ‘ডলার’। যদি ‘রুপি’ হত, তবে তা বারবার খসে পড়ত!! সেদিনের টাকার দর ছিল ৬৪.১১ টাকা। এর কদিন পরে আগস্ট ২০১৩-এ তিনি আবার টুইট করেন, সেটা ছিল রাখীবন্ধন উৎসবের সময়ে করা টুইট, “The only way the Rupee can save itself is by tying a rakhi to the Dollar and saying ‘meri raksha karna’ Happy Rakshabandhan!” টাকাকে বাঁচানোর একটাই উপায় আছে—ডলারের হাতে রাখি বেঁধে বলা, ‘আমার রক্ষা করো’। শুভ রাখি বন্ধন! এবারে আসি বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনের কথায়। প্রখ্যাত কবি সাহিত্যিক হরিবংশ রাই বচ্চনের পুত্র হিসেবেই বরাবরই তাঁর শব্দচয়ন এবং ভাষার উপর দখলের জন্য তিনিও পরিচিত। ৩১ আগস্ট, ২০১৩, সেদিনের টাকার দর ছিল প্রায় ৬৫.৭০-৬৬.০০ টাকা, ২৮ আগস্টের ৬৮.৮০-এর ধাক্কা সামলে কিছুটা উঠছিল, কিন্তু তখনও অত্যন্ত দুর্বল। তো বচ্চন সাহেব টুইট করেছিলেন, “New word added to English dictionary: RUPEED (ru-pee-d), Verb MEANING: move downward, falling…”। ইংরেজি অভিধানে একটা নতুন শব্দ যোগ হয়েছে: ‘রুপিড’। এটা একটা ক্রিয়াপদ, যার অর্থ: নিচের দিকে নামা, পতন ঘটা…। তাকিয়ে দেখুন তিনি কিন্তু আজ টাকার পতন নিয়ে চিন্তিত নন, চিন্তিত হলে টুইট করতেন।

প্রশ্ন হল, এতজন বলিউডের অভিনেতা অভিনেত্রীরা সেদিন টুইট করেছিলেন, আজ চুপ করে আছেন ভয়ে? ইডি আর সিবিআই-এর ভয়ে? নাকি সেদিন টুইট করেছিলেন কিছুর বিনিময়ে, যেমনটা ওনারা সিনেমা ইত্যাদিতে করে থাকেন, পয়সা দিলে ডায়ালগ বলে দেবেন! হতেই পারে, দুটোই হতে পারে। কিন্তু অবাক লাগে যখন দেখি দেশজুড়ে পরিচিত মুখেরা, সেলিব্রিটিরা মুখ বুজে সব মেনে নিচ্ছেন, চুপ করে আছেন। কেউ ধান্দায়, কেউ ভয়ে, কেউ উটকো ঝামেলায় জড়াতে চান না। যাই হোক, এ বড় অন্ধকার সময়! চাণক্য বলেছিলেন, রাজসভায় সত্যি বলার লোক যদি না থাকে, বা থাকলেও যদি তাঁরা চুপ করে থাকে, তাহলে বুঝতে হবে রাজা অত্যাচারী, সে রাজত্বের পতন আসন্ন। হ্যাঁ, কৌটিল্যের সেই কথা আজ আমাদের সামনে, এক হীরণ্ময় নীরবতা দেশের বুদ্ধিজীবিদের, তা বলে দিচ্ছে এক আসন্ন বিপদের কথা, এক আসন্ন ঝড়ের কথা।

দেখুন ভিডিও:

Read More

Latest News