Monday, October 6, 2025
spot_img
HomeScrollবোল্ড লুকে ঋতাভরী

বোল্ড লুকে ঋতাভরী

কলকাতা: বোল্ড লুকে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। বহুরূপী’র সাফল্যের পর এবার ঋতাভরীর প্রেম নিয়ে চর্চা কম হয়নি। অভিনেত্রী নিজের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। সে সব ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ফাটাফাটি নায়িকা। এবার অভিনেত্রী হট অ্যান্ড বোল্ড লুকে ধরা দিলেন। দেখে নেব সেই ছবি

ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন, সব ধরনের পোশাকে নয়া স্টাইল স্টেটমেন্ট তৈরি করেন নায়িকা। এবার ইনস্টায় ছবি শেয়ার করে উষ্ণতা বাড়ালেন নায়িকা। ‘বোল্ড ইজ বিউটিফুল’- মনেপ্রাণে এই কথা বিশ্বাস করেন ঋতাভরী। বেশিরভাগ সময়ই হট অ্যান্ড বোল্ড লুকে ঝর তোলেন ওগো বধূ সুন্দরী খ্যাত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি ঋতাভরীর লেটেস্ট পোস্টে ঘুম উড়েছে নেটিজেনদের। ব্যক্তিগত জীবন হোক বা স্টাইল স্টেটমেন্ট ঋতাভরীর সব সময়ই থাকে চর্চার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি হট ভিডিওতে পুরুষদের ঘুম ওড়ালেন নায়িকা। লাল ডিপ কাট ক্রপটপ পড়ে নেটদুনিয়ায় পারদ চড়াচ্ছেন তিনি। ভিডিও জুড়ে চলছে হিন্দি গান ‘নাসিলা নাসিলা তেরা নয়না’। তার মাঝে লালা ক্রপটপের সঙ্গে কালো কোটে অভিনেত্রী আগুন ঝড়ালেন। ডিপ নেক কাট অনতর্বাস দিয়ে উঁকি দিচ্ছে বক্ষবিভাজিকা। সেই ছবি নেট পাড়ায় উষ্ণতা কয়েকগুন বাড়িয়েছে।

আরও পড়ুন:‘শতবর্ষে হার্জের টিনটিন’ গেল ফ্রান্সে

অন্য খবর দেখুন

Read More

Latest News