নয়াদিল্লি: বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হয়েছে। সংসদের বাজেটের (Union Budget 2025) শুরুতেই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। কিন্তু বাজেটের শুরুতে সংসদে বিরোধীদের তুমুল হট্টগোল শুরু হয়, তার মধ্যেই বাজেটে পড়ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সীতারামণ বলেন, দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। সবার উন্নয়নই আমাদের লক্ষ্য। বিশ্ব বাজারে দ্রুতগতিতে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি। আমাদের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে।
আরও পড়ুন: নির্মলার পরনে বিহারের পদ্মশ্রী দুলারির মধুবনী শাড়ি
- মহিলা-কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য। ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, সে দিকে নজর দেওয়া হবে।
- ক্ষুদ্রশিল্প ও রফতানিতে গুরুত্ব দেওয়া হবে। ভোজ্য তেল এবং ডালজাতীয় শষ্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে।
- বিহারে মাখনা বোর্ড তৈরি হবে।
- বিহারের জন্য ফুড টেকনোলজি ইনস্টিটিউট
- পটনা বিমানবন্দরের উন্নতির জন্য বরাদ্দ ঘোষণা, বিহারে নতুন ৩ টি বিমানবন্দর তৈরির ঘোষণা
- ক্ষুদ্র ও মাঝারি শিল্প বৃদ্ধিতে নতুন ঋণ প্রকল্পের ঘোষণা
- ধনধান্য যোজনার আওতায় ১.৭ কোটি কৃষককে সাহায্য করা হবে।
- কর ব্যবস্থা, শক্তি নগরন্নোয়, কৃষিক্ষেত্র মতো ৬ জায়গায় সংস্কার করা হবে। রাজ্যগুলির সঙ্গে হাত মিলিয়ে উন্নয়েনর কাজ করবে কেন্দ্র।
- মৎসজীবীদের জন্য বিশেষ ইকোনমিক হাব তৈরি হবে। ধন-ধান্য প্রকল্প
- কিসান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হবে। তিন লক্ষ থেকে বৃদ্ধি করে তা পাঁচ লক্ষ করা হবে।
- প্রথম উদ্যোগপতি পাঁচ লক্ষ তফশিলি জাতি এবং তফশিলি উপজাতি ভুক্ত মহিলারা দু’কোটি টাকাপর্যন্ত ঋণ পাবেন।
- আট কোটি মহিলা, ১ কোটি সদ্য মা হওয়া মহিলা এবং ১৮ লক্ষ পড়ুয়াদের জন্য বিশেষ পুষ্টি প্রকল্পের ঘোষণা
- গ্রামের সমস্ত সরকারি স্কুলে ব্রডব্যান্ড।
- আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তের কথাও ঘোষণা অর্থমন্ত্রীর। ডেয়ারি ও ফিশারি প্রকল্পের জন্য ৫ লক্ষ চাকা ঋণ।
- মেডিক্যাল কলেজগুলিতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন বৃদ্ধির ঘোষণা
- আগামী বছর ১০ হাজার আসন বৃদ্ধি করা হবে
- সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরির হবে ৩ বছরে মোট ২ হাজার ক্যান্সার সেন্টার তৈরি হবে।
- ভারতীয় ডাক বিভাগের উন্নতিতে বিশেষ নজর দেওয়া হবে
- স্টার্টআপের ক্ষেত্রে ঋণের অঙ্ক বেড়ে ২০ কোটি পর্যন্ত।
- চর্মশিল্পে ২২ লক্ষ নতুন কর্মসংস্থান
- হকারদের জন্য ইউপিআই লিঙ্ক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হবে
- ভারতকে গ্লোবাল খেলনা হাব হিসেবে তৈরি,জাতীয় প্রকল্পের ঘোষণা
- পরমাণু শক্তির জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ
- দেশের ৫টি ন্যাশানাল স্কিল সেন্টারের ঘোষণা
- বাজেটে ৫০ টি পর্যটনকেন্দ্রকে ছেলে সাজানোর ঘোষণা
- শহর পুনর্নির্মাণের জন্য বরাদ্দ করা হবে এক লক্ষ কোটি
- ছোট মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টারের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা।
- প্রতি ঘরে পানীয় জল, ২০২৮ পর্যন্ত ‘জল জীবন মিশন’ প্রকল্প বৃদ্ধির ঘোষণা
- আগামী সপ্তাহে পেশ করা হবে নতুন আয়কর বিল
- বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়ে ১০০ শতাংশ করা হবে বলেও ঘোষণা
- ৩৬ টি ক্যানসারের ওষুধে থেকে শুল্ক প্রত্যাহার
- ৬টি জীবনদায়ী ওযুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার
- লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা
- প্রবীণদের জন্য ৫০ হাজার থেকে বেড়ে ১ লক্ষ আয়করে ছাড়
- করদাতারা যাতে সহজে কর দিতে পারেন সেটাই ফোকাস করা হয়েছে
- প্রবীণদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে ১ লক্ষ করা হল
- ২ লক্ষ ৪০ হাজার থেকে টিজডিএস ৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড়
- সবার জন্য ৪ বছরের আগে রির্টান ফাইল করা যাবে না
- ১২ লক্ষ টাকার পর্যন্ত কোনও ইনকাম ট্যাক্স দিতে হবে না
- ২৪ লক্ষের উপর ৩০ শতাংশ ট্যাক্স দিতে হবে
দেখুন ভিডিও