মুর্শিদাবাদ: আজ অর্থাৎ বুধবার রাজনৈতিক সংগঠন এসডিপিআইয়ের তরফ থেকে গড়াইমারী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাঠামোগত উন্নতিকরণের জন্য স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে রাস্তা অবরোধ করেন এসডিপিয়আইয়ের কর্মী সমর্থকেরা। সেই অবরোধে সামিল হন গড়াইমারী যাদব কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুন: হেঁশেল নিয়ে শাশুড়ি-বউমার দ্বন্দ্ব কলকাতা হাইকোর্টে!
তবে ছাত্র ছাত্রীরা সেখানে উপস্থিত হলেও ছিলেন না সেই স্কুলের কোন শিক্ষক শিক্ষিকা। স্কুলের স্টাফরুমে তারা বসেছিলেন বলে জানা যাচ্ছে। এই নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে কেড়ে নেওয়া হয় সাংবাদিকদের ক্যামেরা। শুধুমাত্র তাই নয়, সাংবাদিকদের উপর চড়াও হয়ে বাধা দেওয়ারও চেষ্টা করা হয়।
তবে এখন প্রশ্ন কেন সাংবাদিকদের উপর শিক্ষক শিক্ষিকারা চড়াও হলেন? কেনই বা সাংবাদিকদের কাজে বাঁধে দিলেন তারা?
দেখুন অন্য খবর