নয়াদিল্লি: লোকসভায় ধ্বনি ভোটে পাশ নতুন আয়কর বিল (Income Tax Bill)। বৃহস্পতিবার সংসদে নয়া আয়কর বিল পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। নতুন এই বিল পাশ হয়ে যাওয়ায় পর সিলেক্ট কিমিটিতে যাবে এই বিল। এই বিল আইনে পরিণত হলে ৬ দশকের পুরনো আয়কর আইনের অবসান হবে। এর ১৯৬১ সলের আয়কর আইনের বদল নয়া এই আইন লাগু হয়ে যাবে। মনে করা হচ্ছে বিলটি পাস হয়ে গেলে আগামী ১ এপ্রিল থেকে এটি লাগু হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের উদ্দেশ্য হল ট্যাক্স আইন আরও সহজ করা, বিভিন্ন ধরনের সমস্যা দূর করা। বিশেষজ্ঞরা বলছেন ট্যাক্স আইনের ভাষা সরল করা।
আরও পড়ুন: চুম্বন দিবসের চর্চা, কবে চুম্বন দৃশ্যে পর্দায় ফিরবেন ইমরান-মল্লিকা !
আয়কর আইন ২০২৫ -এর বিলটি আইনে পরিণত হলে ১৯৬১ সালের চালু আইনটি বাতিল হয়ে যাবে। বিলের প্রতিবাদে সুর চড়ান বিরোধী সাংসদরা। তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, আগের তুলনায় আরও অনেক জটিল এই নতুন বিল। হইহট্টোগোলে শেষ পর্যন্ত লোকসভা মুলতবি হয়ে যায়। আগামী ১০ মার্চ সকাল ১১টায় ফের শুরু হবে লোকসভার অধিবেশন। আয়কর বিল আপাতত পাঠানো হবে সিলেক্ট কমিটিতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘আয়কর আইনের ধারা কমিয়ে ৫৩৬-এ নামিয়ে আনা হবে। নতুন বিলে আয়করের নিয়ম সরল হবে।
অন্য খবর দেখুন