Sunday, November 16, 2025
HomeScrollধর্ষণের অভিযোগ করে তোলাবাজি! ফাঁসল মহিলা ও আইনজীবী

ধর্ষণের অভিযোগ করে তোলাবাজি! ফাঁসল মহিলা ও আইনজীবী

ওয়েব ডেস্ক: ধর্ষণের অভিযোগ করে তোলাবাজি চালাচ্ছিলেন এক মহিলা। এই ঘটনায় ওই চক্রান্তকারী মহিলা এবং তার আইনজীবীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। একই ধরনের অভিযোগ এর আগেও করেছিলেন দুজনে। কিন্তু ১২ নম্বর অভিযোগ করে তদন্তের আওতায় পড়লেন মহিলা ও তাঁর আইনজীবীই। এফআইআর (FIR) খারিজের দাবিসহ সম্ভাব্য গ্রেফতারি এবং পুলিশি ঝামেলা এড়াতে নিরাপত্তার দাবি নিয়ে আদালতে এসে উল্টে সমস্যায় পড়লেন ওই দুজন।

আরও পড়ুন: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও তার পুত্রের বাড়িতে ইডির হানা

বিচারপতি ব্রিজ রাজ সিং ও বিচারপতি বিবেক চৌধুরীর মন্তব্য, একই ধরনের অজস্র অভিযোগ বহু মানুষের বিরুদ্ধে আনা এই মহিলা পূজা রাওয়াত ও তাঁর আইনজীবী পরমানন্দ গুপ্তার বিষয়টি অত্যন্ত গুরুতর। তাই সিবিআইকে (CBI) তদন্ত করে রিপোর্ট পেশ করার নির্দেশ হয়েছে।

একই আইনজীবী মারফত এই মহিলা একের পর এক মিথ্যা অভিযোগ করে লোকের থেকে টাকা আদায় করে গিয়েছেন বলে অভিযোগ। এই দ্বাদশ মামলাটিতেও এফআইআর করে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছিল। মন্তব্য আদালতের।

দেখুন অন্য খবর:

Read More

Latest News