ওয়েব ডেস্ক: সম্প্রতি, তামান্না ভাটিয়া(Tamannaah Bhatia) এবং বিজয় ভার্মার(Vijay Varma) দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটেছে।এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। তবে তারা একে অপরের ভালো বন্ধু হিসেবে থাকবেন বলে জানিয়েছেন। এই খবর তাদের ভক্তদের হতাশ করেছে, কারণ তারা এই জুটিকে খুব পছন্দ করতেন। এতদিন এই বিষয়ে তামান্না বা বিজয় কেউই মুখ খোলেননি। তবে, একটি সাক্ষাৎকারে বিজয় এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে, সম্পর্কের সমস্ত দিক মেনে নেওয়া উচিত।
আরও পড়ুন:বড় ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট হৃতিকের
আইএএনএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজয় বর্মা সম্পর্ক নিয়ে তার মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “সম্পর্ককে আইসক্রিমের মতো উপভোগ করা উচিত, তাহলে আপনি সুখী হবেন। এর মানে হলো, যে স্বাদই আসুক না কেন, তা মেনে নিয়ে এগিয়ে যান।”
দু’বছর একসঙ্গে থাকার পরে নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, তমন্না নাকি বিয়ে করে থিতু হতে চাইছিলেন। কিন্তু এখনই বিয়ের জন্য প্রস্তুত নন বিজয়। তাই পথ আলাদা হয়েছে তাঁদের। এই জল্পনার মধ্যেই সম্পর্ক নিয়ে কথা বললেন বিজয়। তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। তবে, তাদের বিচ্ছেদের কারণ এখনও স্পষ্ট নয়। সম্প্রতি, রবিনা ট্যান্ডনের হোলি পার্টিতে তাদের দেখা গেলেও, তারা আলাদাভাবে পার্টি উপভোগ করেছেন। বর্তমানে, তামান্না এবং বিজয় দুজনেই তাদের কাজ নিয়ে ব্যস্ত।