ওয়েব ডেস্ক: বিহারের বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2025) আগে ফের চর্চায় নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর মুখে ফের শোনা গেল বিজেপির (BJP) জয়গান! তা নিয়ে ভোটের আগে ফের সরগরম বিহারের রাজনৈতিক পরিস্থিটি। রাজ্যের মুখ্যমন্ত্রী এবার প্রকাশ্যেই স্বীকার করলেন যে, বিজেপির হাত ছেড়ে তিনি বড় ভুল করেছিলেন। পাশাপাশি আর কোনওদিন বিজেপিকে ছেড়ে যাবেননা বলেও জানিয়ে দিলেন জেডিইউ প্রধান।
শনিবার দু’দিনের সফরে বিহারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার নির্বাচনের আগে রাজ্যে ৮০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই অনুষ্ঠানের মঞ্চেই নীতীশ অকপটে স্বীকার করেন যে, তাঁর বেশ কিছু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল ভুল।
আরও পড়ুন: আরএসএস ভারতের অক্ষয় বটবৃক্ষ, ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর
এদিন নীতীশ কুমার বলেন, “আমি দু’বার একই ভুল করেছি। বিজেপির হাত ছাড়া আমার উচিত হয়নি।” একইসঙ্গে তিনি শাহকে আশ্বাস দিয়ে তিনি বলেন, “এই রকম কাজ আমি আর কখনওই করব না।” পাশাপাশি এদিন নীতীশের বক্তব্যে উঠে আসে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর কথাও। তিনি বলেন, “কে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন জানেন? শ্রদ্ধেয় অটলজি। আমরা এক সঙ্গে অনেক কাজ করেছি।”
#WATCH | Bihar CM Nitish Kumar says “…We made a mistake by going there (Mahagathbandhan) twice. Now we have decided that this will never happen again. This is wrong. Who made me the Chief Minister? Atal Bihari Vajpayee made me the Chief Minister. How can we forget?…” pic.twitter.com/vIf2ITzUUo
— ANI (@ANI) March 30, 2025
উল্লেখ্য, বছর দু’য়েক আগে বিজেপির সঙ্গ ছেড়ে লালু প্রসাদ যাদবের দল আরজেডির সঙ্গে জোট গড়ে নতুন সরকার তৈরি করেছিলেন নীতীশ কুমার। তখন তাঁর অভিযোগ ছিল, বিজেপি তাঁর দল ভাঙানোর চেষ্টা করছে। এরপর বিরোধী দলগুলিকে নিয়ে ‘ইন্ডিয়া’ জোট তৈরির উদ্যোগ নিলেও, সেই জোটের অভ্যন্তরীণ টানাপোড়েনের জেরে আচমকাই আবার আরজেডির হাত ছেড়ে পদ্ম শিবিরের জোটে ফিরে আসেন তিনি।
দেখুন আরও খবর: