Thursday, August 21, 2025
HomeScrollপাকিস্তানে ভূমিকম্প!

পাকিস্তানে ভূমিকম্প!

ওয়েব ডেস্ক: কম্পনে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)! সোমবার বিকেলে পাকিস্তানের করাচি এবং তার সংলগ্ন এলাকায় অনুভূত হল কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ওঠে ৪.৭।

জানা যাচ্ছে, ভূমিকম্পের(Earthquake) উৎসস্থল ছিল করাচির কাছাকাছি কোনও অঞ্চল। আজ সোমবার ভারতীয় সময় অনুযায়ী ৪টে ৪০মিনিটে ভূমিকম্পটি হয়, জানানো হয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোন খবর এখনও পাওয়া যায়নি। জানা যাচ্ছে, পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কিছু অংশে অনুভুত হয়েছে মৃদু কম্পন।

আরও পড়ুন: ৩০০-র বেশি পড়ুয়ার ভিসা বাতিল করল ট্রাম্প সরকার! কিন্তু কেন?

উল্লেখ্য, গত মাসের শেষের দিকেও পাকিস্তানে ভূমিকম্প হয়। তখন কম্পনের মাত্রা সেখানে দেখা দেয় ৪.৫। আর এবার ৪.৭।

তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে মৃদু কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পরেন সেখানকার বাসিন্দারা।

উল্লেখ্য, দুদিন আগেই  মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ওঠে ৭.৭। ঘটনায় আহত এবং নিহত একাধিক। তারপর এখনও চলছে ‘আফটার সক; এফেক্ট।  তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে নির্মীয়মাণ ৩০ তলা ভবন ভেঙ্গে পড়ে হুড়মুড়িয়ে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে চাপা পড়ে রয়েছে বলে আসঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News