Monday, January 12, 2026
Homeকালো সিমারি ড্রেসে ইশার বোল্ডনেসে পাগল ভক্তরা

কালো সিমারি ড্রেসে ইশার বোল্ডনেসে পাগল ভক্তরা

কলকাতা: অভিনেত্রী ইশা সাহার সৌন্দর্যে মাতোয়ারা তাঁর অনুরাগীরা। ইশার চোখের নেশায় ফ্যানেরা বারবার নিজেদের হারিয়ে ফেলেন। অভিনেত্রীকে দেখা গেল কালো সিমারি ওয়ান পিসে। যা দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। দেখাব সেই ছবি…

 ট্রেন্ডে গা ভাসান না অভিনেত্রী। ইশা সাহার স্টাইলিং দেখেও বারবার মুগ্ধ হন সবাই।  ইশার ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাচ্ছে, কিলার ব্ল্যাক বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। কালো ওয়ান পিস সিমারি ড্রেসে তাঁর হটনেস উপছে পড়ছে। এই সাজের সঙ্গে খুব ভারী মেকআপ করেননি ইশা। আইশ্যাডো দিয়েই হাইলাইট করেছেন চোখ। দু’ গালে ব্লাশের ছোঁয়া স্পষ্ট। সুন্দর করে হাইলাইটার ব্যবহার করেছেন। ঠোঁটে রয়েছে নিউড, ম্যাট লিপস্টিক। অপূর্ব লাগছিল তাঁকে, তাঁর দিক থেকে চোখ ফেরানো যায় না। অভিনেত্রীর মায়াবী চোখের চাহনিতে পুরুষ অনুরাগীদের হৃদয়েও ঝড় তুলেছেন।  তাঁর এই ছকভাঙা স্টাইলিং দেখে প্রশংসা করতেই হয়।

আরও পড়ুন: ‘বহুরূপ’ ছবিতে একাই সাতটি চরিত্রে ইধিকা!

 

View this post on Instagram

 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)

অন্য খবর দেখুন

Read More

Latest News