Friday, December 19, 2025
Homeঅপারেশন সিঁদুরকে স্মরণীয় করে রাখতে গুজরাতে মেমোরিয়াল পার্ক

অপারেশন সিঁদুরকে স্মরণীয় করে রাখতে গুজরাতে মেমোরিয়াল পার্ক

ওয়েব ডেস্ক- ২২ এপ্রিল পহেলগামে (pahalgam) নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় পাকিস্তান (Pakistan)। অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযানে ৭ মে যোগ্য জবাব দেয় ভারত (India)। পাকিস্তান ও পাক অধিকৃত ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এবার এই সফল অভিযানকে স্মরণীয় করে রাখতে বিশেষ মেমোরিয়াল পার্ক (Memorial Park) তৈরির উদ্যোগ নিল গুজরাত সরকার।

গুজরাত সরকার সূত্রে খবর, পাক সীমান্ত লাগোয়া গুজরাতের কচ্ছ এলাকায় তৈরি হতে চলেছে অপারেশন সিঁদুর (Operation Sindoor) মেমোরিয়াল পার্ক (Memorial Park) সিঁদুর বন। ইতিমধ্যেই পার্ক তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী একবছরের মধ্যেই পার্ক তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছে গুজরাত সরকার (Gujrat government) । অপারেশন সিঁদুরের পর প্রথম এখানেই বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরে ধবংস হয়েছিল ভারতীয় যুদ্ধবিমান! স্পষ্ট করলেন সিডিএস অনিলচৌহান

জানা গিয়েছে, সিঁদুর বন তৈরির জন্য ইতিমধ্যেই বনবিভাগের সঙ্গে কথা হয়েছে। এর জন্য ভুজ-মাণ্ডভি সড়কের ধারে মির্জাপারের আট হেক্টর জমিকে প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। বনবিভাগের এই জমিতেই তৈরি হবে অতি ঘন জঙ্গল। ‘সিঁদুর বন’-এর এই অংশের নাম রাখা হবে ‘বন কবচ’।
অপারেশন সিঁদুর নিয়ে যখন গোটা দেশ গর্বিত, তখন সেই দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হল একটি পার্ক। যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে দেশের কাছে।

দেখুন অন্য খবর 

Read More

Latest News