Wednesday, October 22, 2025
Homeজম্মু কাশ্মীরে চলছে এনআইএ-র অভিযান

জম্মু কাশ্মীরে চলছে এনআইএ-র অভিযান

ওয়েব ডেস্ক: জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) সন্ত্রাসবাদ রুখতে এবার অভিযানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই অভিযান। জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) মোট ৩২টি এলাকায় চলছে এনআইএ-র (NIA) অভিযান।

২২ এপ্রিল পহেলগাম (Pahalgam) কাণ্ড। পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায় নিরীহ পর্ষটকদের উপর। এবার এনআইএ-র (NIA) বিশেষ অভিযান মূলত, উপত্যকার বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন এবং ওভার গ্রাউন্ড ওয়ার্কারদের (Over Ground Worker) বিরুদ্ধে। এনআইএ তদন্ত করে দেখছে, এই গোষ্ঠীগুলি কাদের মদত পুষ্ট এবং তারা কোথা থেকে অস্ত্রের যোগান পাচ্ছে।

আরও পড়ুন: মোদি সরকারের প্রথম জনগণনায় বিরাট চমক

সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে পাকিস্তান ভিত্তিক অপারেটররা সোশ্যাল মিডিয়া ও  বিভিন্ন ড্রোনের মাধ্যমে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। ড্রোন ব্যবহার করে অস্ত্র, গোলা বারুদ কাশ্মীরের এজেন্টদের কাছে পৌঁছে দিচ্ছে পাকিস্তান। এনআইএ-র এই অভিযান হল সক্রিয় সন্ত্রাসবাদকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে।

জম্মু- কাশ্মীরের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই চলছে অভিযান। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান, কুলগাম, পুলওয়ামা, উত্তর কাশ্মীরের সোপোর ও কুপওয়ারা-সহ একাধিক জেলায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। এ ছাড়াও কুলগাম জেলার দেবসার, বুগাম, সোনিগাম এবং মঞ্জগাম গ্রামে অভিযান চলছে। জানা গিয়েছে, স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর জওয়ানরা এনআইএ-কে এই অভিযানে সহায়তা করছেন।

দেখুন অন্য খবর

Read More

Latest News