Wednesday, October 15, 2025
Homeকলকাতা টিভির খবরের সিলমোহর, SDPO অফিসে হাজিরা দিলেন অনুব্রত

কলকাতা টিভির খবরের সিলমোহর, SDPO অফিসে হাজিরা দিলেন অনুব্রত

শান্তিনিকেতন: অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) – IC অডিও ক্লিপ ভাইরাল কাণ্ডে অবশেষে এসডিপিও দফতরে হাজিরা দিলেন কেষ্ট। বৃহস্পতিবার ঘড়ির খাতায় তিনটে ২৫ মিনিট। অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে তিনি মহকুমা পুলিশ আধিকারিককে দফতরে হাজিরা দিলেন। দু’-দু’বার তলব এড়ানোর পর এদিন SDPO দফতরে হাজির হন ‘কেষ্ট’। সেখানে প্রায় দু’ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এর পর সেখান থেকে বেরিয়ে যান অনুব্রত।

বার বার তলব এড়িয়ে যাওয়ায় অনুব্রত সরাসরি জামিনের আবেদন করবেন কিনা, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই আবহেই বৃহস্পতিবার হঠাৎই বোলপুরে SDPO অফিসে হাজির হন অনুব্রত (Anubrata Mondal SDPO Office Bolpur)। সংবাদমাধ্যমকে এড়িয়ে SDPO অফিসের পিছনে পুলিশ লাইনের ফটক দিয়ে ভিতরে ঢোকেন তিনি। অনুব্রত – IC অডিও ক্লিপ ভাইরাল হয় গত বৃহস্পতিবার। শুক্রবার পুলিশ বোলপুর থানার আইসির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে। ভারতীয় ন্যায়সংহিতার নির্দিষ্ট চারটি ধারায় মামলা হয়েছে। যার মধ্যে দুটি ধারা জামিন অযোগ্য।

আরও পড়ুন: চুপিসারে বিয়ে করলেন মহুয়া মৈত্র! কাকে?

প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গত শনি ও রবিবার পরপর নোটিশ দিয়ে এসডিপি ও অফিসে ডেকে পাঠানো হয়। অসুস্থর জন্য অনুব্রত মণ্ডল হাজিরা এড়িয়েছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল তাহলে এবার অনুব্রত কি করবেন ? বৃহস্পতিবার অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে কেষ্ট মন্ডল বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক এর দফতরের হাজিরা দিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা।

দেখুন ভিডিও

Read More

Latest News