Saturday, November 22, 2025
Homeসাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ফের করোনা (Covid 19) নিয়ে শুরু নয়া আতঙ্ক। বাংলায় আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৭০০। সোমবার সংক্রমিত হয়েছেন ৫৪ জন। তবে ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই’, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়েছেন, ‘যদি তেমন কিছু হয়, আমরা প্রস্তুতি নিয়ে রাখব’।

করোনা নিয়ে সংশ্লিষ্ট দফতরের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘প্রস্তুতি সেরে রাখলাম, তবে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি প্যানডেমিক আর হবে না। যা যা দরকার সবই সরকারি হাসপাতালে আছে। ভ্যাকসিনও বেরিয়েছে, সবাই ভ্যাকসিন নিয়েও নিয়েছে। এখনই আমরা কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। কেউ ভয় পাবেন না। বর্ষাকালে একটু সর্দিকাশি হয়। আতঙ্কিত অবস্থার কারণ নেই, স্বাভাবিক অবস্থাই বজায় থাকবে’।

আরও পড়ুন: সরানো হল ব্যারাকপুরের সিপিকে, নতুন সিপি হলেন মুরলীধর শর্মা

তিনি আরও বলেন, ‘কোনও আতঙ্ক তৈরি করা নয়। যদি তেমন কিছু হয়, আমরা প্রস্তুতি নিয়ে রাখব। ভয় পাওয়ার কোনও কারণ নেই। কিন্তু এখনই এই ব্যাপারে আমরা কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। কারণ, সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি’।

উল্লেখ্য, ক্রমশ দেশে চওড়া হচ্ছে করোনার গ্রাফ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত প্রথম স্থানে কেরালা। দক্ষিণের এরাজ্যে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৯৫৭।। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। বাংলা এখন তৃতীয় স্থানে। রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭৪৭।

দেখুন আরও খবর:

Read More

Latest News