Tuesday, September 30, 2025
spot_img
Homeভ্যাপসা গরমের থেকে কবে মিলবে মুক্তি? আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া...

ভ্যাপসা গরমের থেকে কবে মিলবে মুক্তি? আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ওয়েবডেস্ক- উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা (Monsoon)) ঢুকে পড়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে (South Bengal Weather)  বর্ষা আসব আসব করেও আসার নাম নেই। ফলে গলদঘর্ম দক্ষিণবঙ্গবাসী। সকাল থেকে রাত ভ্যাপসা গরমে জেরবার হচ্ছে মানুষ। শহর থেকে জেলা কোথাও স্বস্তি নেই।

কবে আসবে বর্ষা, সেই বার্তার দিকেই তাকিয়ে আছে সকলে। দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা এখনও স্পষ্ট করে জানাতে পারেনি হাওয়া অফিস, তবে সম্ভবত ১৫ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যাবে।

আরও পড়ুন- হাওড়া ব্রিজে টাকা তুলছে পুলিশ, তারপর কী হয় দেখুন

আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

আগামীকাল, অর্থাৎ বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই কাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমবে, মিলবে অস্বস্তিকর গরমের থেকে মুক্তি।

অপরদিকে উত্তরবঙ্গে নির্দিষ্ট সময়ে আগেই বর্ষা  প্রবেশ করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি হবে। তবে আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না।

আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে।

দেখুন আরও খবর-

 

 

Read More

Latest News