Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeNATO বনাম রাশিয়া! তৃতীয় বিশযুদ্ধ কি শুধুই সময়ের অপেক্ষা?

NATO বনাম রাশিয়া! তৃতীয় বিশযুদ্ধ কি শুধুই সময়ের অপেক্ষা?

ওয়েব ডেস্ক: বিশ্বজুড়ে একাধিক দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি অব্যাহত। এই পরিস্থিতিতে ন্যাটোর (NATO) সদস্য দেশগুলির আকাশসীমা সুরক্ষার উপর জোর দিলেন ন্যাটোর জেনারেল সেক্রেটারি মার্ক রুত্তে (Mark Rutte)। সোমবার লন্ডনের চ্যাথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কে দেওয়া এক ভাষণে তিনি বলেন যে, আকাশ প্রতিরক্ষা ৪০০% বৃদ্ধি করা দরকার। একইসঙ্গে তিনি জানান, চলতি মাসের শেষে হেগে অনুষ্ঠিতব্য ন্যাটো-র সম্মেলনে এই বিষয়টি থাকবে আলোচনার শীর্ষে।

একইসঙ্গে রুত্তে দাবি করেন যে, বর্তমানে রাশিয়া (Russia) এবং চীন হাত মিলিয়ে যুদ্ধের ইন্ধন যোগাচ্ছে। তাঁর দাবি, “রাশিয়ার কারণেই ইউরোপে ফের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। চীন, ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়া নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে।” একইসঙ্গে সরাসরি পুতিনকে নিশানা করে ন্যাটোর জেনারেল সেক্রেটারি বলেন, “পুতিনের যুদ্ধ-মেশিন আবারও সক্রিয় হয়ে উঠেছে।”

আরও পড়ুন: আমেরিকার ‘গ্রিন সিগন্যাল’, এবার দেশ ছাড়ছেন জেলেনস্কি?

তবে রাশিয়া এবং চীনের এই আগ্রাসী মনোভাব এবং এর বাস্তবায়ন ঠেকাতে যে তৈরি হচ্ছে ন্যাটো, তাও এদিন জানিয়ে দেন জেনারেল সেক্রেটারি রুত্তে। তিনি বলেন, “আমরা ন্যাটো-কে আরও শক্তিশালী করে তুলব, যাতে করে আমাদের সহযোগী দেশগুলির সুরক্ষা নিশ্চিত করা যায়।” তিনি এই বিষয়ে আরও বলেন, “ভবিষ্যতের জন্য আমাদের কাছে দারুণ কিছু পরিকল্পনা রয়েছে। আমরা জানি, আমাদের কী করতে হবে। সঙ্গে এটাও জানি যে, সেটা কীভাবে করতে হবে।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রুত্তে সাফ জানিয়ে দেন যে, এখনও ইউক্রেনের (Ukraine) উপর ন্যাটোর পূর্ণ সমর্থন রয়েছে। একইসঙ্গে তিনি দুই দেশের সংঘাত রুখতে ট্রাম্পের পদক্ষেপের প্রশংসাও করেন। তাঁর দাবি, “ইউক্রেনবাসীর শান্তিতে থাকার অধিকার রয়েছে। আমরা সেই বিষয়ে ইউক্রেনকে সর্বতভাবে সহায়তা করব।”

দেখুন আরও খবর:  

Read More

Latest News