Friday, October 10, 2025
Homeকাইথের ভুল, হং কংয়ের কাছেও হারলেন সুনীল ছেত্রীরা

কাইথের ভুল, হং কংয়ের কাছেও হারলেন সুনীল ছেত্রীরা

স্পোর্টস ডেস্ক: ফিফা ক্রমতালিকায় (FIFA Ranking) নিজেদের থেকে ২৬ ধাপ পিছিয়ে থাকা হং কংয়ের (Hong Kong) বিরুদ্ধেও হারল ভারত (India)। এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) যোগ্যতা অর্জনে সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) জঘন্য ফর্ম অব্যাহত রইল। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও জয় পেল না মার্কেজ মানোলোর দল। ২০২৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন আকাশ কুসুম কল্পনা মনে হচ্ছে।

গোটা ম্যাচে দাপট ছিল ভারতের, কিন্তু সেই পুরনো রোগ রয়ে গিয়েছে। ফাইনাল বল এবং ফিনিশিংয়ে দুর্বলতা। উল্টে খেলার শেষ দিকে গোলকিপার বিশাল কাইথের (Vishal Kaith) ভুলে পেনাল্টি পেয়ে যায় হং কং। তা থেকে ম্যাচের একমাত্র গোলটি করে জয় এনে দেন স্টেফান পেরেইরা।

আরও পড়ুন: টেস্ট বিশ্বকাপ ফাইনাল কেন শুধু ইংল্যান্ডে! মুখ খুললেন কামিন্স

চল্লিশোর্ধ্ব সুনীল আর কত করবেন। ছাংতের দৌড় থেকে বল পেয়ে লিস্টন কোলাসোকে (Liston Colaco) বল বাড়িয়েছিলেন তিনি। কিন্তু গোলেই রাখতে পারলেন না মোহনবাগান সুপার জায়ান্টের ফরোয়ার্ড। এদিন একাই গোটা তিনেক সুযোগ নষ্ট করেছেন লিস্টন। তারই খেসারত দিতে হল ভারতকে।

সুনীলকে এদিন শুরু থেকে খেলাননি মানোলো। শুরু করেছিলেন আশিক কুরুনিয়ানকে দিয়ে। মোহনবাগানের এই খেলোয়াড়রা সুযোগ নষ্ট করেছেন। সুনীল নামায় আক্রমণে ধার বাড়ে অনেকটাই। যদিও তাতে কাজের কাজ কিছু হয়নি। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও সেই হারই হল। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ড্র দিয়ে শুরু হয়েছিল, তারপর হারই হচ্ছে। এখনও জয় নেই।

দেখুন অন্য খবর:

Read More

Latest News