Thursday, July 3, 2025
HomeScrollদিঘায় শুরু জগন্নাথের স্নান যাত্রা উৎসব
Digha Jagannath Temple

দিঘায় শুরু জগন্নাথের স্নান যাত্রা উৎসব

স্নান যাত্রা ঘিরে দিঘায় সাজ সাজ রব

Follow Us :

দিঘা: দিঘার জগন্নাথ ধামে (Digha Jagannath Temple) আজ বুধবার থেকে পবিত্র স্নান যাত্রা উৎসব শুরু হয়েছে। যা আগত রথযাত্রা (Rath Yatra) উৎসবের এক আধ্যাত্মিক শুভ সূচনা। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, শ্রী শ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবীকে একে একে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে নিয়ে আসা হবে। মন্দিরের দক্ষিণ পাশে এক বিশেষ স্নান বেদি নির্মাণ করা হয়েছে, যেখানে দেবতাদের মহাস্নান সম্পন্ন হবে।

দেবতাদের স্নানের জন্য আয়োজন করা হয়েছে ১০৮টি তীর্থের জল, পঞ্চামৃত, বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র দ্রব্য। স্নানবিধির পর প্রভু জগন্নাথদেবের নিকট ভোগ নিবেদন করা হবে। এক হৃদয়স্পর্শী উদ্যোগে, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর কলকাতার বাসভবনের গাছ থেকে সংগ্রহ করা আম ও কাঁঠাল পাঠিয়েছেন। এগুলি ছাপ্পান্ন ভোগে দেবতাদের জন্য নিবেদন করা হবে দুপুরে।

আরও পড়ুন: ৫৬ ভোগের জন্য মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কী কী পাঠান হল? দেখুন ভিডিও

আজকের দর্শন সময়সূচী:
বিকেল ৩টা থেকে রাত ৯টা এই সময়ে ভক্তরা গজ-বেশে বিভূষিত শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিশেষ দর্শন লাভ করতে পারবেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে স্নান যাত্রার পরবর্তী জ্বরের কারণে দেবতারা বিশ্রামে থাকবেন। এই সময়ে প্রভুর দর্শন মিলবে না ভক্তদের। তবে মন্দির খোলা থাকবে, এবং শ্রীশ্রী রাধা মদনমোহন জি দর্শন দেবেন। দেবতারা আগামী ২৬ জুন রথযাত্রার (Rath Yatra) একদিন আগে পুনরায় দর্শন দেবেন। আগামী ২৭ জুন ধুমধাম করে পালিত হবে রথযাত্রা (Rath Yatra)।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39