Thursday, October 30, 2025
Homeউন্মুক্ত বক্ষদেশ! কালো পোশাকে দিশা

উন্মুক্ত বক্ষদেশ! কালো পোশাকে দিশা

কলকাতা: কখনও প্রেম তো কখনও স্টাইল স্টেটমেন্টের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী দিশা পটানি (Disha Patani)। দিশার সৌন্দর্যে বুঁদ ভক্তরা। অভিনেত্রী ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। দিশার রূপের আগুনে ছ্যাঁকা পুরুষরা। বিভিন্ন কায়দায় পোশাক পরে ইনস্টাগ্রামে প্রায়ই ছবি ও ভিডিয়ো শেয়ার করেন দিশা। সেই সব পোশাক নিয়ে চর্চাও চলে তুঙ্গে। দিশার রূপের আগুনে ঘাম ঝরছে নেটিজেনদের। এবার ডিপ অফশোল্ডার কালো ড্রেসে নেটদুনিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী। অভিনেত্রীর অফশোল্ডার ডিপ কাট পোশাকে বক্ষবিভাজিকা উন্মুক্ত। কালো পোশাক মেদহীন সুন্দর ছিপছিপে চেহারায় উপচে পড়ছে যৌবন, ঠিকরে বের হচ্ছে গ্ল্যামার। দিশার ছবিতে ঘুম উড়েছে ভক্তদের।

আরও পড়ুন: থাইল্যান্ডে কার সঙ্গে ভ্যাকেশনে মিমি?

অন্য খবর দেখুন

Read More

Latest News