Monday, October 6, 2025
spot_img
Homeভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে ভাইজান,অক্ষয় কুমার কি সিদ্ধান্ত নিলেন!

ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে ভাইজান,অক্ষয় কুমার কি সিদ্ধান্ত নিলেন!

ওয়েব ডেস্ক: ২৪২ জন যাত্রী বোঝাই  এয়ার ইন্ডিয়ার বিমান আমেদাবাদ থেকে লন্ডন যাত্রার উদ্দেশ্যে আকাশে ওড়ার সঙ্গে সঙ্গেই আছড়ে পড়ে(Air India plane crash)। যা নিয়ে বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ার সজ্ঞাপন করেছেন। অনেকে আবার এয়ার ট্রাফিক কন্ট্রোল নিয়েও প্রশ্ন তুলেছেন!

আরও পড়ুন: রামচরণের ছবির শুটিংয়ে ট্যাঙ্ক ফেটে আহত একাধিক ইউনিট মেম্বার

তবে এ প্রসঙ্গে বলিউডের ভাইজান সলমন খান(Salman Khan) কিছু না বললেও একটি অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। হৃদয়বিদারক এই বিমান দুর্ঘটনার পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ইন্ডিয়ান সুপার ক্রস রেসিং লীগের উদ্বোধন করার কথা ছিল সলমন খানের। ভাইজান এই অনুষ্ঠান বাতিল করেছেন। বিমান দুর্ঘটনার কিছুক্ষণ পরেই উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে তা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়,”আমরা সকলেই এই মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা জানি। ইন্ডিয়ান সুপার ক্রস রেসিং লীগ এবং সলমন খান এই কঠিন সময় দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। ওদের জন্য প্রার্থনা”।
অন্যদিকে এই বিমান দুর্ঘটনার জুড়ে মেগা বাজেট দক্ষিণী ছবি ‘কান্নাপ্পা’র(Kannappa) ট্রেলার লঞ্চের অনুষ্ঠানক বাতিল হয়েছে। আজ ১৩ই জুন ইন্দোরে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বলিউড অভিনেতা অক্ষয় কুমার(Akshay Kumar) এবং পরিচালক বিষ্ণু(Bishnu) এই অবস্থায় ছবির ট্রেলার প্রকাশ্যে আনা থেকে বিরত থাকাই ভালো বলে জানিয়েছেন। এই কঠিন সময় নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অসংখ্য ধন্যবাদ এর ছবিতে অক্ষয় কুমারকে শিবের অবতারে দেখা যাবে ছবিতে থাকছেন প্রভাসও। আগামী জুন মাসের ২৭ তারিখে ‘কান্নাপ্পা’ মুক্তি পাওয়ার কথা।

Read More

Latest News