Thursday, October 30, 2025
Homeতছনছ তেল আভিভ! ইরানের পাল্টা হামলায় ইজরায়েলে কী অবস্থা দেখুন

তছনছ তেল আভিভ! ইরানের পাল্টা হামলায় ইজরায়েলে কী অবস্থা দেখুন

ওয়েব ডেস্ক: ইজরায়েলকে (Israel) যোগ্য জবাব দিতে তৈরি ছিল তেহরান। শুক্রবার সকাল থেকেই যেভাবে ইরানের (Iran) বিভিন্ন অঞ্চলে হামলা চালায় ইজরায়েল, তারই জবাবে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে ইরান। শুক্রবার মাঝরাত থেকে ইরানেই সেই জবাবি হানায় কার্যত তছনছ হয়ে গেল ইজরায়েলের দুই প্রধান শহর—জেরুজালেম এবং তেল আভিভ। ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস’ (Operation True Promise) নামে চালানো এই সামরিক অভিযানে মৃত্যু হয়েছে এক ইজরায়েলি নাগরিকের, আহত কমপক্ষে ৩৪।

ইজরায়েলের তরফে বৃহস্পতিবার এবং শুক্রবার ভোররাতে ইরানের একাধিক সরকারি ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনায় পরপর হামলা চালানো হয়। এর ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিশোধ নেয় ইরান। মধ্যরাতে একের পর এক ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে তেল আভিভ এবং জেরুজালেমে। বিস্ফোরণের জেরে বহু ঘরবাড়ি ভেঙে যায়, আগুন লাগে বিভিন্ন স্থানে। ইজরায়েলি স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বহু মানুষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ইরানে যে হামলা চালাবে ইজরায়েল, তা আগে থেকেই জানত আমেরিকা!

ইরানের এলিট বাহিনী রেভলিউশনারি গার্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ইজরায়েলের সামরিক আগ্রাসনের ‘উপযুক্ত জবাব’ দিয়েছে তারা। এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে কিছু মিসাইল প্রতিহত করতে পারলেও রাতভর হামলায় ইজরায়েলের পরিকাঠামোর বড় ক্ষতি হয়েছে বলেই জানিয়েছে ডিফেন্স ফোর্সেস।

বিস্ফোরণের আতঙ্কে ঘর ছেড়ে মাটির নিচে নির্মিত বাংকার বা সুরক্ষিত শেল্টারে আশ্রয় নেন তেল আভিভের বহু সাধারণ মানুষ। সেনা সূত্রে খবর, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্থানীয়দের বেরোতে অনুমতি দেওয়া হয়। তবে নতুন করে হামলার আশঙ্কা থাকায় সেনার নির্দেশে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News