Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeগুরুতর অসুস্থ সারদা কর্তা সুদীপ্ত সেন, হচ্ছে রক্তক্ষরণ  

গুরুতর অসুস্থ সারদা কর্তা সুদীপ্ত সেন, হচ্ছে রক্তক্ষরণ  

ওয়েবডেস্ক- শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen) । সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ সারদা কর্তার। এসএসকেএম হাসপাতালে ইনডোর চিকিৎসার প্রয়োজন রয়েছে সুদীপ্ত সেনের। প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে নির্দেশ বিচার ভবনের সিবিআই স্পেশাল আদালতের। শরীরে রক্তক্ষরণ হচ্ছে। ইউরোলজি এবং অঙ্কওলজি স্পেশালিস্টকে দিয়ে চিকিৎসার প্রয়োজন।

একটা সময় এই সারদা কেলেঙ্কারি তোলপাড় করে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। ২০১৩ সালের ২২ এপ্রিল কাশ্মীর থেকে কলকাতা পুলিশের গ্রেফতার হন সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। পরের বছর ২০১৪ সালে সারদা টুর অ্যান্ড ট্রাভেলস মামলায় অভিযুক্ত হন দেবযানী।

সারদা কেলেঙ্কারি ছিল একটি বড় আর্থিক কেলেঙ্কারি, যেখানে সারদা গ্রুপ নামের একটি সংস্থা সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতারণা করেছিল বলে অভিযোগ ওঠে। প্রথম কলকাতা পুলিশ তদন্ত শুরু করে, পরে সিবিআই এই মামলা হাতে নেয়।

আরও পড়ুন- সাড়ে পাঁচ ঘণ্টা পর খুলল এসএসসিতে আবেদনের লিঙ্ক

সারদা মামলা বর্তমানে সিবিআই এবং ইডি দ্বারা তদন্তাধীন। এই মামলায় বেশ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতা হাইকোর্টেও এই মামলার শুনানি চলছে। এই মামলায় নিজেকে দোষী বলে স্বীকার করে নিয়েছেন সুদীপ্ত সেন। তিনি কর্মীদের বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দিতে পারেননি বলে আদালতে জানান।

দেখুন আরও খবর-

Read More

Latest News