Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভয়ঙ্কর রুপে খামেনি, এবার ইজরায়েলে তাণ্ডব চালাবে ইরান?

ভয়ঙ্কর রুপে খামেনি, এবার ইজরায়েলে তাণ্ডব চালাবে ইরান?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা (Israel-Iran War) চরমে। এর মাঝেই বড় মন্তব্য করলেন ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনি (Ali Khamenei)। কোনও হুমকির সামনে মাথা নত না করার হুঁশিয়ারি দিলেন তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে নতুন করে শোরগোল পড়েছে বিশ্বজুড়ে। কারণ, ইতিমধ্যে তেহরান খালি করার আর্জি জানিয়েছে ইজরায়েল। অন্যদিকে খামেনির পরিস্থিতি সাদ্দাম হোসেনের মতো হবে বলে হূশিয়ারি দিয়েছেন ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এর মাঝে ইরানের অবস্থা নিয়ে বিরাট মন্তব্য করলেন খামেনি।

সম্প্রতি ইরানের এই সুপ্রিম নেতার একটি বার্তা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সম্প্রচারিত হতে দেখা যায়। সেই বার্তায় খামেনি সরাসরি বলেছেন, “আরোপিত যুদ্ধের মুখে ইরান কঠোর অবস্থান নেবে। আরোপিত শান্তির বিরুদ্ধেও ইরানের অবস্থান হবে সমান।” একইসঙ্গে দৃঢ় কন্ঠে তিনি জানিয়ে দেন, “আরোপের মুখে এই দেশ কারও সামনে আত্মসমর্পণ করবে না।”

আরও পড়ুন: তেল আভিভে Fattah-1 হামলা ইরানের, কার্যত শেষ ইজরায়েল?

নাম না করে ইজরায়েলকে উদ্দেশ্য করে খামেনি ইরানের ইতিহাসের কথা তুলে ধরেন। তাঁর সাফ মন্তব্য, “যাঁরা ইরানকে চেনেন, ইরানিদের চেনেন, ইরানের ইতিহাস জানেন, তাঁরা কখনও এই ধরনের হুমকির ভাষায় কথা বলেন না।” একইসঙ্গে আমেরিকাকে (USA) হুমকির সুরে সুপ্রিম নেতা বলেন, “আমেরিকানদের জানা উচিত, আমেরিকার সেনাবাহিনীর যে কোনও রকমের হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।”

প্রসঙ্গত, গত শুক্রবার ভোরে ইরানের উপর ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করে ইজরায়েল। নেতানিয়াহু সেনার এই হামলায় মৃত্যু হয় একাধিক পারমাণবিক গবেষক এবং আরও বহু সামরিক আধিকারিকের। এর পাল্টা জবাবে তেল আভিভেও হামলা চালায় ইরানি সেনা। এই সংঘাত আজ নিয়ে সাত দিনে পড়ল। কিন্তু এই সাত দিনেই বেঘোরে প্রাণ হারালেন অনেক সাধারণ মানুষও।

দেখুন আরও খবর: 

Read More

Latest News