ওয়েবডেস্ক-এ বছর অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) তীর্থযাত্রীরা (Pilgrims) হেলিকপ্টার পরিষেবা (Helicopter Service) পাবেন না জানিয়ে দিল শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (SASB)। ফলে সমস্যায় পড়বেন বহু পুণ্যার্থী।
এর আগেই জম্মু-কাশ্মীর সরকার ((Jammu Kashmir Government ) ঘোষণা করছে ১ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে অমরনাথের পুরো রুট থাকবে ‘নো-ফ্লাইং জোন’ (No-fly zone) । চলতি বছর অমরনাথ যাত্রা শুরু হবে ৩ জুলাই থেকে। এই যাত্রা চলবে ৯ আগস্ট পর্যন্ত।
বুধবার শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের (Lieutenant Governor of Jammu and Kashmir) নির্দেশ অনুসারে, এই বছর কপ্টার পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। পহেলগাম হামলার পর নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ফলে তীর্থযাত্রীদের দক্ষিণ কাশ্মীরের পহেলগাম এবং উত্তর কাশ্মীরের বালতাল থেকে পায়ে হেঁটে বা পনির পিঠে বা ডান্ডিতে চেপে অমরনাথ গুহা মন্দিরে আসতে হবে।
আরও পড়ুন-‘অপারেশন সিন্ধু’, ইরান থেকে ১১০ জন পড়ুয়াকে নিয়ে ভারতের মাটি ছুঁল প্রথম বিমান
অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে মঙ্গলবার একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। বৈঠকে ছিলেন গোয়েন্দা ব্যুরো (IB), জম্মু-কাশ্মীরের মুখ্য সচিব অটল দুল্লু, ডিজিপি নলিন প্রভাত, GoC ১৫ কর্পস প্রশান্ত শ্রীবাস্তব, গোয়েন্দা কর্মকর্তা এবং সিএপিএফ-এর উচ্চপদস্থ কর্তারা।
এই বৈঠকের পরই জম্মু-কাশ্মীর প্রশাসন ঘোষণা করে অমরনাথ যাত্রার রুটে ১ জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত কোনও বেলুন, ড্রোন কিছু ওড়ানো যাবে না। তার পরেই SASB (শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড) কপ্টার পরিষেবা নিয়ে এই ঘোষণা করে।
কারণ অমরযাত্রা সময় কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না লেফটেন্যান্ট গভর্নর। আকাশপথে যে কোনও ধরনের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত। তবে বেশ কয়েকটি ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেগুলি হল মেডিক্যাল ইমারজেন্সি, প্রাকৃতিক বিপর্যয় বা নিরাপত্তা বাহিনীর নজরদারি। এর জন্যেও একটি SOP জারি করা হবে বলে জানা গিয়েছে।
দেখুন আরও খবর-