Friday, November 7, 2025
Homeভারতের গোপন তথ্য পাচারের অভিযোগে পাঞ্জাব থেকে গ্রেফতার দুই পাকচর

ভারতের গোপন তথ্য পাচারের অভিযোগে পাঞ্জাব থেকে গ্রেফতার দুই পাকচর

ওয়েবডেস্ক: ভারতের গোপন তথ্য পাকিস্তানে পাচার। এই অভিযোগে পাঞ্জাব (Punjab) থেকে দুজনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে পেন ড্রাইভের (Pen Drive) মাধ্যমে দেশের একাধিক গেপন তথ্য পাক গুপ্তচর সংস্থাকে পাচার করার অভিযোগ। এই দুই অভিযুক্তের সঙ্গে ISI আধিকারিকদের সরাসরি যোগাযোগ ছিল।

রবিবার অমৃতসর গ্রামীণ পুলিশের তরফে জানানও হয়েছে, ধৃত দুজনের নাম গুরপ্রিত সিং ওরফে গোপি ফোজি ও সাহিল মাসিহ ওরফে সানি। অভিযুক্তদের গ্রেফতার করার পাশাপাশি যে দুটি মোবাইলের মাধ্যমে পাকিস্তানি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করত য়েই মোবাইল দুটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: পাকিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার দুই

পহেলগাম হামলার (Pahalgam Attack) পর অপারশেন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় ভারত। এবং তারপর থেকে ভারতে বসবাস করা পাক গুপ্তচরদের চিহ্নিত করা শুরু করেন গোয়েন্দারা। গ্রেফতার করা হয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের খোঁজ পান তদন্তকারী আধিকারিকরা। এরই মধ্যে এবার পুলিশের হাতে পাঞ্জাব থেকে গ্রেফতার দুই পাকচর।

দেখুন আরও খবর

Read More

Latest News