Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত ২, নিখোঁজ বহু

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, মৃত ২, নিখোঁজ বহু

ওয়েব ডেস্ক: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Flash Floods)। ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া বৃষ্টি। মেঘ ভাঙা বৃষ্টি, হড়পা বানে তছনছ হিমাচল। কাঙ্গরা (Kangra) জেলায় হড়পা বানের তোড়ে ভেসে গিয়েছেন ১৫ থেকে ২০ জন শ্রমিক। উদ্ধার হয়েছে দুই শ্রমিকের মৃতদেহ, ৬ জন নিখোঁজ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে কুলু ও কাংড়া জেলার।

বুধবার দিনভর ভারী বৃষ্টি হয় হিমাচল প্রদেশে। কাঙরার ডেপুটি কমিশনার হেমরাজ বাইওয়ারা জানিয়েছেন, বাঞ্জার, গাদসা, মণিকরণ, সাঞ্জ এলাকায় মেঘ ভেঙে বিপুল জল নেমে আসে। তাতেই বিপত্তি দেখা দিয়েছে। কাঙ্গরা জেলার মানুনি খাদের কাছে ইন্দিরা প্রিয়দর্শিনী হাইড্রোইলেট্রিক প্রজেক্টের কাজ করছিলেন শ্রমিকরা। বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল, শ্রমিকরা পাশেই একটি অস্থায়ী ছাউনিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকাই খানিয়ারা মানুনি খাদের জলস্তর বেড়ে যায়। জলের তোড়ে নিমেষে ভেসে যান শ্রমিকরা। কুলু জেলারও ব্যাপক ক্ষতি হয়েছে মেঘভাঙা বৃষ্টিতে। রেহলা বিহালে ৩ জন নিখোঁজ বলে সূত্রের খবর। একাধিক বাড়ি, স্কুল, রাস্তাঘাট এবং ছোট সেতু জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে মানালি-চণ্ডীগঢ় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কুলু জেলার বিপাশা ও শতদ্রু নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পান্ডোহ বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আকাশসীমায় পাক উড়ানের নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল ভারত

রাজ্য প্রশাসন সূত্রে খবর, ধস এবং বৃষ্টির কারণে ৩০৫ নম্বর জাতীয় সড়ক এবং রাজ্যের ১৭১টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে পর্যটকদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন পর্যটকেরা। বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে তুমুল বৃষ্টি হবে। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস নিয়ে গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।এখনই রাজ্যের বহু জায়গায় যান চলাচল বন্ধ হয়ে আছে। কোথাও ধসের কারণে রাস্তা বন্ধ। কোথাও জলের তোড়ে রাস্তা ভেঙে গিয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News