আবার একটা নীল ড্রাম, আবার একটা খুন! এবার রহস্য লুধিয়ানায়

ওয়েব ডেস্ক: ফের সংবাদ শিরোনামে নীল ড্রাম (Blue Drum)। কারণ, আবার নীল ড্রামে উদ্ধার হল এক যুবকের পচাগলা মৃতদেহ। পাঞ্জাবের (Punjab) লুধিয়ানার এই ঘটনা মনে করিয়ে দিল মুসকান কাণ্ডকে (Muskan Murder Case)। ফের একটি রহস্যমৃত্যুকে (Suspicious Death) ঘিরে চাঞ্চল্য। কোথায় খুন, কীভাবে খুন এবং কে খুনি- একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লুধিয়ানার এই ঘটনাকে কেন্দ্র করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাঠের ধারে পড়ে থাকা ড্রামটি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে থাকায় সন্দেহ হয় তাঁদের। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ড্রামটি খোলার পরই সামনে আসে ভয়াবহ দৃশ্য। বেডশিট জড়ানো একটি মৃতদেহ প্লাস্টিকে মুড়ে নীল ড্রামের ভেতর রাখা ছিল। উল্লেখযোগ্য বিষয় হল, মৃতদেহের ঘাড় ও পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এই থেকেই খুনের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে।

আরও পড়ুন: রথযাত্রায় ঝরল রক্ত! সাতসকালে আহমেদাবাদে হুলুস্থুল কাণ্ড

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছরের কাছাকাছি বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ। তদন্তকারী অফিসার ইন্সপেক্টর কুলবন্ত কৌর জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃত ব্যক্তি পাঞ্জাবের বাসিন্দা নন। দেহে স্পষ্ট কোনও আঘাতের চিহ্ন না থাকায় ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয় বলেই জানান তিনি।

তবে এই ঘটনার তদন্তে উঠে এসেছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। এক্ষেত্রে যে ড্রামে দেহটি ছিল, সেটি একেবারেই নতুন ছিল। পুলিশের ধারণা, ইচ্ছাকৃতভাবে দেহ গোপন করতে এই ড্রামটি কেনা হয়েছিল। তাই কে বা কারা এই নীল ড্রাম কিনেছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে লুধিয়ানা শহরের অন্তত ৪২টি ড্রাম বিক্রেতার তালিকা তৈরি করে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পাশাপাশি, আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন আরও খবর: